Published : 16 Oct 2024, 12:32 AM
সোহরাওয়ার্দী উদ্যানে সিরাত মাহফিলে যাওয়ার পর থেকে খোঁজ মিলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলামের ছোট ভাই তৌহিদুল ইসলামের।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, তার ভাইয়ের বয়স ১৮। মাদ্রাসায় পড়েছেন। গত ৫ অক্টোবর দুপুরে ক্যাম্পাসে তার সঙ্গে দেখা করে সোহরাওয়ার্দী উদ্যানে সিরাত মাহফিলে যায়। এরপর থেকে তার খোঁজ মিলছে না।
এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন নাহিদ। তবে পুলিশের দিক থেকে কোনো তথ্য পাননি এখনও।
তিনি বলেন, “পড়াশোনায় অনিয়মিত হওয়ায় বছরখানেক আগে পড়াশোনা ছেড়ে ঢাকায় সিদ্দিক বাজারে ভাইয়ার সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানে যোগ দেয় তৌহিদ। গত ৫ অক্টোবর দুপুরে ভাইয়ার কাছে থেকে আমার সঙ্গে ক্যাম্পাসে দেখা করে সে সিরাত মাহফিলে যায়। তারপর থেকে আর খোঁজ মেলেনি।”
তৌহিদের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। গায়ের রং ফর্সা, মাথার চুল ছোট। হারানোর সময় তার পরনে সাদা গেঞ্জি ও কালো ট্রাউজার ছিল। স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন।
সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, “নিখোঁজের পরদিন আমরা মগবাজার থেকে মোবাইলের লোকেশনের মাধ্যমে তার অবস্থান জানতে পারি। তৌহিদ তখন জানায়, সে উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেনে তিন দিন থেকেছিল।
“সবশেষ ১২ অক্টোবর বিভিন্ন ফেইসবুক গ্রুপে পোস্ট করার পর রাজশাহী-ঢাকাগামী বনলতা ট্রেনে তৌহিদকে কিছুটা অস্বাভাবিক আচরণ করতে দেখা গেছে বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী আমাকে জানিয়েছে। এরপর আমরা কমলাপুর স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের কাছে খোঁজ নেই, কমলাপুর পুলিশ স্টেশনে খোঁজ নিয়েও আমার ভাইয়ের খোঁজ পাইনি।”
তৌহিদের এমন আচরণের কারণে এর আগে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছেও নেওয়া হয় বলে জানান বড় ভাই নাহিদ।