Published : 20 Jan 2025, 04:38 PM
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত এখন ফ্যাসিবাদের সেইফ হোমে পরিণত হয়েছে।
তার কথায় প্রতিবেশী দেশটির রাজধানী দিল্লি ফ্যাসিবাদের ‘কেন্দ্রীয় কার্যালয়’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নিমগাছ রোপণ কর্মসূচি শেষে রিজভী কথা বলছিরেন। এই কর্মসূচির আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
রিজভী বলেন, “আপনারা জানেন পাশ্ববর্তী দেশ, এটা যেন ফ্যাসিবাদের সবচেয়ে বড় সেইফহোমে রূপ নিয়েছে হয়েছে। দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে।সুতরাং তারা বসে নেই। তারা নানা জায়গায় নানাভাবে তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।“
পরিবেশ বিপর্যয়ের জন্য সাবেক ক্ষমতাসীনদের দায়ি করে রিজভী বলেন, "৫ অগাস্টের আগে যারা যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা বিভিন্ন মেগা প্রজেক্টের নামে নদী-খাল ভরাট করেছে। তারা বৃক্ষ উধাও করে দিয়েছে। স্বৈরাচারী মানুষ ভালো কিছু করতে পারে না।"
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, "আজ বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত প্রাঙ্গনে দাঁড়িয়ে কথা বলছি। এটা যে কত উচ্ছ্বাসের, উল্লাসের আনন্দের। কিন্তু ফ্যাসিবাদের সময় আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যেতে সাহস করতাম না। কখনো যদি যেতাম, তখন গাড়ির জানালাটা তুলে দিতাম। কেউ যেন না দেখে। ফ্যাসিবাদের সময় শেখ হাসিনা এভাবে চারিদিক বিপদাপন্ন করে তুলেছিল।“
দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন রিজভী।
তিনি বলেন, “গত ১৫ বছরে সে সুযোগ ছিল না। এই পরিবেশকে আমাদের চিরস্থায়ী রাখতে হবে৷ তাই গণতান্ত্রিক সমস্ত আলোচনা-সমালোচনার পরও ন্যূনতম ঐক্য থাকতে হবে।'
এসময় রিজভীর সঙ্গ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ, সাদা দলের আহবায়ক মোর্শেদ হাসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য লুৎফর রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের অন্যতম পরিচালক শাহ মোহাম্মদ আমানুল্লাহসহ আরো অনেকে।