Published : 28 Jun 2025, 10:00 PM
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সামার সেমিস্টারের ছয় শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে কোরিয়ান শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান করপোরেশন।
শনিবার কোরিয়ান ইপিজেড এলাকার ইয়ংওয়ান করপোরেশন মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির সনদ তুলে দেন কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সুং।
এর মধ্যদিয়ে ‘ইয়ংওয়ান–সিআইইউ একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ অ্যান্ড প্লেসমেন্টস প্রোগ্রাম’ এরও উদ্বোধন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে কিহাক সুং বলেন, “বাংলাদেশের তরুণরা অসাধারণ মেধাবী ও পরিশ্রমী। সিআইইউয়ের মত প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করে এই প্রতিভাবান শিক্ষার্থীদের আমরা বিশ্বমানের করপোরেট লিডার হিসেবে গড়ে তুলতে চাই। এই স্কলারশিপ প্রোগ্রাম সিআইইউয়ের শিক্ষার্থীদের জন্য বিশাল সুযোগ, যা তাদের আত্মবিশ্বাস ও ক্যারিয়ার সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে দেবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, ট্রাস্টি মীর্জা মোহাম্মদ জামশেদ আলী, সৈয়দ মাহমুদুল হক, ইঞ্জিনিয়ার আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, জামশেদ আলী ও সাফিয়া গাজী রহমান।
সিআইইউয়ের উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার ও ইয়ংওয়ান করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমানও ছিলেন অনুষ্ঠানে।