Published : 09 Aug 2024, 11:27 AM
ক্ষমতার পালাবদলের পর অস্থিরতার মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন সেবায় শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমি দেখেছি তোমরা দলবেঁধে ক্যাম্পাসের সামনে রাস্তা পরিষ্কার করছ; ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে যানবাহন এবং মানুষের চলাচলে সাহায্য করছ। তোমাদের দায়িত্ববোধ আমাদেরকে অভিভূত এবং অনুপ্রাণিত করছে।
“একটি শান্তিপূর্ণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে নেতৃত্ব দিতে পারবে তোমরা, সে বিশ্বাস আমাদের আছে। এসো আমরা সবাই মিলে সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের যার যার করণীয় তা করতে সচেষ্ট হই। আমরা তোমাদের পাশে আছি।”
সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর দেশের বিভিন্ন থানা, আওয়ামী লীগ অফিস, স্থাপনা ও ভাস্কর্য ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর আসে। পুলিশশূন্য হয়ে পড়ে থানা ও ঢাকার সড়ক।
এমন পরিস্থিতিতে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে কয়েকদিন ধরে ঘাম ঝরাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে রয়েছেন আনসার-ভিডিপি বাহিনীর সদস্যরা।