Published : 24 Feb 2025, 06:29 PM
ক্ষমতায় যেতে বিএনপিকে ভারত ও 'শাহবাগীদের' সঙ্গে হাত না মেলানোর ‘অনুরোধ’ জানিয়েছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক সংবাদ সম্মেলনে মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী বলেন, “বিএনপি যেন ভারতের সঙ্গে হাত মিলিয়ে দেশের ক্ষমতায় বসার স্বপ্ন না দেখে।
“আওয়ামী লীগ তো পালিয়ে ভারতে গেছে, বিএনপির কিন্তু সে জায়গাও নেই। আপনাদের কাছে অনুরোধ, শাহবাগীদের সঙ্গে হাত মিলিয়ে জনগণের বিপক্ষে দাঁড়াবেন না।"
'জনগণের চরম নিরাপত্তাহীনতা তৈরি করে জুলাইয়ের বাংলাদেশকে অকার্যকর করার ষড়যন্ত্রের প্রতিবাদে' মধুর ক্যান্টিনের সামনে এ সংবাদ সম্মেলন ডাকে সংগঠনটি, যেখানে ‘অযোগ্যতার’ অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তোলা হয়।
হাদী বলেন, “আমরা কিছুদিন আগেও লাল চুড়ি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যেতে চেয়েছিলাম। আমরা জানি না ঠিক কী করলে তিনি পদত্যাগ করবেন।
“উনি অযোগ্য লোক। এই পদে বসে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের সাহস কিংবা সক্ষমতা- কিছুই তার নাই।”
হাদী বলেন “এখনো খুনি আওয়ামী লীগের মন্ত্রীরা যেন আদালতে পিকনিক করতে আসেন; তারা হাসে, খেলে। অন্যদিকে যারা অভ্যুত্থান করেছে, তারা ভয়ে আছে। এর দায় কেবল স্বরাষ্ট্র উপদেষ্টার নয়, প্রত্যেক উপদেষ্টার।"
২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করে গত রোববার সরকার যে পরিপত্র জারি করে, তার সমালোচনাও করেন হাদী।
"জাতীয় শহীদ সেনা দিবসকে ‘গ’ শাখায় অধিভুক্ত করা হয়েছে, যা এর গুরুত্ব কমিয়ে দিয়েছে। এই দিবস ‘ক’ শাখায় অধিভুক্ত করতে হবে।'
আইন উপদেষ্টা আসিফ নজরুলের সমালোচনা করে হাদী বলেন, "ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা সন্ত্রাসীদের আসিফ নজরুল কীভাবে মুক্তি দেন? অথচ জুলাই আন্দোলনের অনেক ব্যক্তির মিথ্যা মামলা কেন প্রত্যাহার হয়নি।
“আইন উপদেষ্টা আসলে কী করতে চান, তিনি জাতিকে স্পষ্ট করবেন। এমন অবস্থা তৈরি করবেন না, যেন ড. ইউনুসের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে যায়।"
হাদী মনে করেন, "যে ছয়টি সংস্কার কমিটি গঠন করা হয়েছে, বিএনপি না চাইলে এর একটিও করা সম্ভব নয়।
"জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপিকে সমঝোতায় এসে নতুন দেশ গঠনের কাজ করতে হবে। নয়ত এ অভ্যুত্থান ব্যর্থ হবে।"
আরও পড়ুন-
শুধু পদত্যাগ? আমার জানাজা-দাফনও হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গভীর রাতে সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা দুষলেন 'আওয়ামী দোসরদের'