Published : 16 Oct 2024, 08:56 PM
এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য পেয়েছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।
বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে ৩ হাজার ১০৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করার পাশাপাশি সর্বোচ্চ জিপিএ পেয়েছে দুই হাজার জন।
জিপিএ-৫ প্রাপ্তির হার ৬৪.৩৭ শতাংশ।
পরীক্ষার্থীর বেশিরভাগ অংশ নিয়েছে বিজ্ঞান বিভাগ থেকে, ২ হাজার ৫০১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৫২ জন। এই বিভাগে সর্বোচ্চ জিপিএ পাওয়ার শতকরা হার ৭৮ দশমিক ০৪ শতাংশ ।
ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮১ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন।
মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া ২২৫ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।
এইচএসসি পরীক্ষায় নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, “প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবক এই সাফল্যের প্রকৃত দাবিদার।”
কলেজ প্রশাসনের সঠিক তদারকি, শিক্ষক-শিক্ষিকাদের একনিষ্ঠ প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম, ছাত্রছাত্রীদের একাগ্রতা এবং সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় প্রতি বছর ছাত্রছাত্রীরা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারছে বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্রছাত্রীদের জন্য গুণগতমানের শিক্ষা প্রদান নিশ্চিত করার কথা উল্লেখ করে অধ্যক্ষ বলেন, “নিয়মিত শ্রেণিকক্ষ শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে তা নিশ্চিত করা হয়। এটা ভালো ফলাফল অর্জনের প্রধান নিয়ামক।”
উত্তীর্ণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্যের প্রত্যাশা করে তিনি বলেন, “তারা দেশের সেবায় আত্মনিয়োগ করবেন।”