Published : 16 Jan 2024, 09:39 AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকা বিবাহিত ও অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে। সোমবার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দীপিকা রাণী সরকার এ নির্দেশ দেন।
প্রাধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এর 'আবাসিকতা লাভ ও বসবাসের শর্তাবলী এবং আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা ২০২১' এর ১৭ নং ধারা মোতাবেক বিবাহিত ও গর্ভবতী ছাত্রীরা আবাসিক সিট পাবে না। বিধায় তারা অতিদ্রুত হলের সিট ছেড়ে দিবে। অন্যথায় তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য এই একটি হলই রয়েছে।
যেসব শিক্ষার্থীর স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, তাদেরও দ্রুত হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্নাতকোত্তর পর্বের মানোন্নয়ন পরীক্ষার্থী ও এম.ফিল শিক্ষার্থীরাও হলে থাকতে পারবে না বলে বলা হয় বিজ্ঞপ্তিতে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)