Published : 26 May 2025, 01:41 PM
জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের ভর্তির ক্ষেত্রে ‘বিশেষ সুবিধা’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
গত ৫ মে উপাচার্যের সভাপতিত্বে ডিনস্ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সোমবার জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, জুলাই-অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কেবল ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘বিশেষ সুবিধা’ দেওয়া হবে।
পরিবারের সদস্য হিসেবে হতাহতের স্ত্রী, সন্তান এই বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী বা সন্তান না থাকলে হতাহতের ভাই-বোনরা এই সুবিধা পাবেন।
বিশেষ কী সুবিধা দেওয়া হবে, এ প্রশ্নের উত্তরে জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম পান্না বলেন, “কী কী সুবিধা দেয়া হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তী মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হবে।”