Published : 11 Jul 2023, 08:35 PM
ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) এমবিএ ও ইএমবিএর নয়জন শিক্ষার্থী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) শিলং আয়োজিত এক আন্তর্জাতিক সপ্তাহে অংশ নিয়েছেন।
গত ২ থেকে ৭ জুলাই মেঘালয়ের রাজধানী শিলংয়ে এই আন্তর্জাতিক সপ্তাহ অনুষ্ঠিত হয়।
এক বিজ্ঞপ্তিতে ইউল্যাব জানায়, আন্তর্জাতিক সপ্তাহে ইউল্যাব শিক্ষার্থীরা ব্যবসার স্থায়িত্ব, ডেটা সায়েন্সের গুরুত্ব, কর্ম ও কর্মশক্তির ভবিষ্যৎ, বাজার ও ভোক্তা আচরণের পরিবর্তনশীলতার মতো গুরুত্বপূর্ণ সেশনে অংশ নেন। বিশ্ববিখ্যাত অধ্যাপকদের দিয়ে এই সেশন পরিচালিত হয়।
এই প্রোগ্রামে ইউল্যাব শিক্ষার্থীদের জন্য নেটওয়ার্কিং সুযোগ সুবিধা পাবেন, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের সহকর্মী, আইআইএমের শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে।