Published : 09 May 2025, 12:55 AM
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে ‘সহযোগিতাকারীদের’ পদচ্যুত করে বিচারের মুখোমুখি করা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ‘জুলাই ঐক্য’ নামের একটি প্ল্যাটফর্ম।
বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন প্ল্যাটফর্মটির সদস্যরা। পরে তারা রাজু ভাস্কর্যে গিয়ে মিছিল শেষ করেন।
এসময় 'আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে', 'আওয়ামী লীগের বিচার কর', 'আমার ভায়ের রক্ত বৃথা যেতে দেব না', 'লাল জুলাইয়ের চেতনা, মলিন হতে দেবো না'সহ নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায় মিছিলকারীদের হাতে।
মিছিল শেষ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
‘জুলাই ঐক্যে’র সংগঠক এবি জুবায়ের বলেন, “অভ্যুত্থানের পর আমরা আশায় বুক বেঁধেছিলাম একটা সুখী, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ বাংলাদেশের পাবো। কিন্তু ইন্টেরিম আমাদের সামনে ঝুলিয়ে রেখেছে একটা ইয়া বড় মুলা।”
তিনি অভিযোগ করেন, "আবদুল হামিদ পালায়নি, তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। তাকে গ্রিন সিগনাল দেওয়ার পর সে দেশ ছেড়েছে। যারা হামিদকে সেইফ এক্সিট দিয়েছে, তাদের নাম প্রকাশ করুন। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।”
জুলাই অভ্যুত্থানে আহত বাবু এমদাদ বলেন, “হত্যা মামলার আসামি কীভাবে দেশ ছাড়ে আমাদের বলতে হবে। যারা মনে করো আওয়ামী লীগ নিষিদ্ধ করলে এজেন্সি রাগ করবে, তারা বাংলাদেশের রাজনীতি বাদ দিয়ে এজেন্সির রাজনীতি করো। অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে।”
বুধবার রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন দুই মেয়াদে দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বিষয়টি নিয়ে ক্ষোভ তৈরি হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার দুপুরে দিনাজপুরে বলেন, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে; না হলে নিজেই দায়িত্ব ছেড়ে দেবেন।
এরপর রাতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করার খবর আসে।
কিশোরগঞ্জ সদর থানায় আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।
তিনি দেশত্যাগ করার পর বৃহস্পতিবার ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজহারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওসি ইমিগ্রেশনের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফকে প্রত্যাহার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে এটিএসআই মো. সোলায়মানকে।
‘জুলাই ঐক্যে’র সমাবেশে আব্দুল হামিদকে 'হাসিনার তল্পিবাহক' আখ্যায়িত করেন কবি আবিদ আজম নামের একজন।
তিনি বলেন, "জুলাই অভ্যুত্থানের দুই হাজার আত্মাত্যাগের পরও কীভাবে খুনিলীগের এই তল্পিবাহক পালিয়ে যায়, ইন্টেরিমকে তার জবাব দিতে হবে।”