Published : 17 Oct 2024, 09:09 PM
আর্থিক খাত সংস্কারে নীতিমালার প্রস্তাব আহ্বান করেছে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুল।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে ১৬ নভেম্বর ২০২৪ ’পলিসি ডায়ালগ অন ফাইনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হবে। এতে দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে প্যানেল আলোচনা, পোস্টার প্রেজেন্টেশন এবং আর্থিক খাতের চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় সংস্কার বিষয়ে আলোচনা করা হবে।
“এই পোস্টার প্রেজেন্টেশনের জন্য নীতি-নির্ধারক, বিভিন্ন ইন্ডাস্ট্রির পেশাজীবী, শিক্ষাবিদদের নীতিমালার প্রস্তাব আহ্বান করেছে ব্র্যাক বিজনেস স্কুল।”
এ সংলাপকে সামনে রেখে অংশগ্রহণকারীদের ১৫ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব দিতে আহ্বান করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেরা তিনটি প্রস্তাবকে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এছাড়া নির্বাচিত প্রস্তাবগুলো ইভেন্টের প্রকাশনায় অন্তর্ভুক্ত করা হবে, যা তাদের মতামত সবার কাছে পৌঁছানোর সুযোগ করে দেবে।
সংলাপে আর্থিক খাতের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার নিয়ে আলোচনা করা হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে এ সংলাপ আয়োজনের কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমটি-দেশের আর্থিক খাতের বর্তমান নীতি ও কার্যপ্রণালীর দুর্বলতাগুলো চিহ্নিত করা। দ্বিতীয়টি-আর্থিক খাতের উন্নয়নের জন্য সংস্কারের প্রস্তাব দেওয়া এবং তৃতীয়টি-আর্থিক খাতের সংস্কার বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রদান।