Published : 25 Apr 2025, 03:14 PM
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে ‘সি’ ইউনিট দিয়ে।
শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশের ২১টি কেন্দ্রে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২৩ হাজার ৫৪ জন।
আনুমানিক ৯০ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতির কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আনোয়ারুল আজীম আখন্দ।
তিনি বলেন, “যতদূর শুনে বুঝতে পারছি আনুমানিক ৯০ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। তবে সকল কেন্দ্র থেকে আমার কাছে তথ্য আসলে অ্যাক্যুরেট হিসাব বলতে পারব।”
সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে জানিয়ে তিনি বলেন, “নকল কিংবা বহিষ্কারের ঘটনা কোথাও শুনিনি। পরীক্ষা কেন্দ্রের প্রতিনিধিদের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা কোথাও ঘটেনি।”
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ মে ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হবে।
আর ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ওইদিন বিকাল ৩টা থেকে ৪ পর্যন্ত চলবে ‘আর্কিটেকচার ড্রয়িং’ এর পরীক্ষা।
গত ৫ মার্চ থেকে গুচ্ছ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা চলে ১৭ মার্চ রাত ১২টা পর্যন্ত।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেন দুই লাখ ৩৭ হাজার ৭৮৭ ভর্তিচ্ছু। এর মধ্যে ‘এ’ ইউনিটে এক লাখ ৪২ হাজার ৬৮৮ জন ও ‘বি’ ইউনিটে আবেদন করেন ৭২ হাজার ৪৫ জন।
এছাড়া বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটে ২৩ হাজার ৫৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
গুচ্ছের পরীক্ষাকেন্দ্রগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস।