Published : 27 May 2025, 01:56 AM
অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতনের পরও দেশে 'ষড়যন্ত্র' চলছে অভিযোগ করে তারেক রহমান দেশ ও জাতির প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ব্ক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খানের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক শিক্ষকের একটি দল উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল। যে কারণে সবার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ‘ফ্যাসিবাদ’ মুক্ত হয়েছে।
”তবে দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। দেশে এখনও গণতন্ত্র ও ভোটাধিকার পুন:প্রতিষ্ঠিত হয়নি।”
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গণতান্ত্রিক সব আন্দোলনের সূতিকাগার। অতীতে দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ঢাবির শিক্ষক-শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য ও অবিস্মরণীয়।
”এজন্য অতীতের মতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আবারও ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।”
বৈঠকে উপস্থিত একাধিক শিক্ষক বলেন, দেশের সাম্প্রতিক নানা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন সাদা দলের শিক্ষকরা। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের দু:শাসনের চিত্র তুলে ধরেন এবং বিরোধী দলের শিক্ষক ও শিক্ষার্থীরা যে হয়রানির শিকার হয়েছেন সেগুলোর বর্ণনা দেন।
এছাড়া ভিন্নমত দমনে আওয়ামী লীগ সমর্থিত ঢাবি প্রশাসন কীভাবে ’নিপীড়ন’ চালিয়েছে সেই বিবরণ তুলে ধরেন শিক্ষক নেতারা।