Published : 04 Jan 2025, 04:16 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন আয়োজনে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান।
তিনি বলেছেন, এই নির্বাচন ঘিরে ‘নিয়মতান্ত্রিকভাবে’ কাজ করা হচ্ছে।
নিয়াজ আহমেদ বলেন, “ডাকসু আমাদের অঙ্গীকার। ডাকসুর জন্য একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটি সব অংশীজনের সঙ্গে কথা বলে সুপারিশ জমা দেবে।
“সেই সুপারিশের আলোকেই উৎসবমুখর ডাকসু নির্বাচন আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রসাশন।“
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে কথা বলছিলেন উপাচার্য।
এর মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপাচার্যকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। এরপর নির্বাচনের এক রোডম্যাপ তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছেন নিয়াজ আহমেদ খান।
চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় এ বছর ১৩০ আসনের বিপরীতে প্রতিযোগিতায় আছেন ৬ হাজার ৯৩ শিক্ষার্থী।
প্রতি আসনে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অংকন পরীক্ষা হয়।
ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষা হচ্ছে ১০০ নম্বরের। আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলের ওপর থাকছে ২০ নম্বর।
ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ: উপাচার্য