Published : 04 Jun 2025, 03:48 PM
বাংলাদেশে ইংরেজি ভাষা শিক্ষার অন্যতম খ্যাতনামা শিক্ষক এ টি এম সাজেদুল হক দীর্ঘ অসুস্থতার পর বুধবার সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর।
সাজেদুল হক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ইংরেজি ভাষা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি থাইল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এবং করপোরেট নির্বাহীদের জন্য ইংরেজি ভাষা শিক্ষা কোর্স তৈরি করে খ্যাতি অর্জন করেন।
তার বাবা অধ্যাপক এ টি এম জহুরুল হক এক সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক জহুরুল হক কয়েকবার শিক্ষক সমিতির সভাপতিও ছিলেন।
কমিক সাহিত্য নিয়ে সাজেদুল হকের গভীর আগ্রহ ছিল, পাশাপাশি ব্যবসায়িক ইংরেজিতেও ছিল বিশেষ দক্ষতা।
বাংলাদেশে ইউল্যাব ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক ছিলেন সাজেদুল হক।
তার সাবেক সহকর্মী হুমায়রা চৌধুরী ফেইসবুকে লিখেছেন, “অবিশ্বাস্য। আমার প্রাক্তন সহকর্মী, শ্রদ্ধেয় বড়ো ভাই এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক ছিলেন তিনি, যখন আমি সেখানে পড়াতাম।
“আমরা একসঙ্গে ২০০৪ সালে প্রথমবারের মত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের টিএআরসি আবাসিক সেমিস্টারের দায়িত্ব পালন করি। সে বছরই আমরা ড. আরিফা রহমানের নেতৃত্বে বাংলাদেশ ইংলিশ লিটারেচার টিচার্স অ্যাসোসিয়েশন পুনরুজ্জীবিত করেছিলাম। এ খবর সত্যিই হৃদয়বিদারক।”