Published : 12 May 2025, 09:58 PM
শাহবাগে জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেওয়ার চেষ্টাকে ‘অবমাননা হিসেবে আখ্যা দিয়ে এর প্রতিবাদে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ পরিবেশনায় অংশ নেন তারা।
সংগীত পরিবেশনার আগে তারা ‘তুমি কে-আমি কে, বাংলাদেশি –বাংলাদেশি’, 'আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই', 'আমার সোনার বাংলায়, দেশদ্রোহীদের ঠাঁই নাই', 'গোলাম আজমের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়', 'পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান', 'এই দেশের চাকমা যারা, বাংলাদেশি বাংলাদেশি', 'এই দেশের মারমা যারা, বাংলাদেশি বাংলাদেশি' এর মত নানান স্লোগান দেন।
স্লোগান শেষে শিক্ষার্থীরা সমবেত কন্ঠে জাতীয় সংগীত গেয়েছেন।
এতে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রীসহ বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার রাতে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে টানা অবস্থান কর্মসূচিতে যখন খবর আসে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তখন আন্দোলনকারীরা উল্লাসে মেতে ওঠেন।
আন্দোলনের বিজয় ঘোষণার প্রাক্কালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা জাতীয় সংগীত গাইতে শুরু করলে কিছু যুবক চিৎকার করে বলতে থাকে– ‘জাতীয় সংগীত হবে না’। গান থামাতে ব্যর্থ হয়ে তারা ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেয়।
এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত 'অবমাননার' প্রতিবাদে সোমবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করেন বলে জানিয়েছেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক বি এম কাউসার।
'গোলাম আজমের বাংলায়' স্লোগানের দায়িত্ব 'তাদেরকেই' নিতে হবে: এনসিপি