Published : 17 Jan 2024, 06:43 PM
সেশনজট নিরসনের দাবিতে কাফনের কাপড় বেঁধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পাঁচ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তাদের এই বিক্ষোভ চলে। পরে উপ-উপাচার্য বেনু কুমার দে এসে দাবি পূরণের আশ্বাস দিলে ফটক খুলে দেন শিক্ষার্থীরা।
স্পোর্টস সায়েন্সের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী আবরার উল নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেশনজটের কারণে আমাদের চাকরির বয়স চলে যাচ্ছে। পড়ালেখা করে সার্টিফিকেট নিয়ে বের হওয়া আমাদের অধিকার।"
সময়মত পরীক্ষা ও ফলাফল প্রকাশ না করায় প্রায় ২ বছরের সেশনজটে আটকে আছেন বিভাগটির শিক্ষার্থীরা। বিভাগের সভাপতি অধ্যাপক আবুল মনসুর বলছেন, পর্যাপ্ত শিক্ষক না থাকায় সেশনজট কমানো যাচ্ছে না।
“এই বিভাগটা নতুন, আমরা ইতোমধ্যে শিক্ষক নিয়োগের চেষ্টা করেছি, কিন্তু সেটা সময়সাপেক্ষ।"
আগামী ৭ দিনের মধ্যে স্পোর্টস সায়েন্সে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বেনু কুমার দে। তবে এই ৭ দিন ক্লাস পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়ে বিভাগে তালা দিয়ে রেখেছে শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের চাবি আটকে রাখায় দুপুর আড়াইটায় শহরগামী ট্রেন যাত্রা করে সোয়া ৫ টায়।