Published : 03 Mar 2024, 06:38 PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষক তানভীর আহসান। তিনি অধ্যাপক চঞ্চল কুমার বোসের স্থলাভিষিক্ত হলেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান জানান, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহসানকে দুই বছরের জন্য জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
তানভীর আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবাইকে সাথে নিয়ে জনসংযোগ দপ্তরের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক ও সুন্দরভাবে উপস্থাপন করাই আমার মূল লক্ষ্য থাকবে। বিশ্ববিদ্যালয়কে সবার মধ্যে ভালোভাবে পরিচিত করার গুরুদায়িত্ব সবারই, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।”