Published : 11 Apr 2023, 03:42 PM
মুক্তিযুদ্ধের ‘ইতিহাস বিকৃতির’ অভিযোগে আলোচনা-সমালোচনার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালকের পদ থেকে অধ্যাপক ইমতিয়াজ আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তার জায়গায় সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন)।
উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান মঙ্গলবার এই পরিবর্তনের সিদ্ধান্ত দেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি নিজেই অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। তাই তদন্ত কমিটির রিপোর্টের আগেই অব্যাহতি দেওয়া হয়েছে।”
অধ্যাপক ইমতিয়াজের বইয়ে ‘ইতিহাস বিকৃতি’: তদন্তে কমিটি
অধ্যাপক ইমতিয়াজের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাবি শিক্ষক সমিতি
আর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের উত্তরে বলেন, গত ৬ এপ্রিল তিনি নিজের বিভাগ থেকে অবসর প্রস্তুতি ছুটিকে (এলপিআর) গেছেন। সে কারণে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ থেকে অব্যাহতি চেয়ে ৩ এপ্রিল তিনি উপচার্যের কাছে আবেদন করেছিলেন।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সম্প্রতি একটি নিবন্ধ লেখেন। ২০০৯ সালে প্রকাশিত অধ্যাপক ইমতিয়াজের ‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’ বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘অবমাননা’ ও মুক্তিযুদ্ধের ‘ইতিহাস বিকৃতির’ অভিযোগ তোলা হয় সেখানে।
এরপর অধ্যাপক ইমতিয়াজ আহমেদকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ এবং একটি উচ্চ ক্ষমতার তদন্ত কমিটি গঠন করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি ওঠে। এ দাবিতে অনেকে বিবৃতি দেন, মানববন্ধন-সমাবেশের মত কর্মসূচিও পালন করে কয়েকটি সংগঠন।
অধ্যাপক ইমতিয়াজ ১৪ বছর আগে লেখা তার ওই বই নিয়ে তোলা অভিযোগ প্রত্যাখ্যান করে একটি বিবৃতি দেন। এ ধরনের অভিযোগে বিস্ময় প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, তার বইটি ভুলভাবে পড়া হয়েছে।
বোঝার ভুলে ইতিহাস বিকৃতির অভিযোগ: অধ্যাপক ইমতিয়াজ
ঢাবি অধ্যাপকের বাঙালি, বাংলাদেশ ও বঙ্গবন্ধুর উপর অমার্জনীয় লেখনী
বইয়ে ‘ইতিহাস বিকৃতির’ অভিযোগ, ঢাবি শিক্ষকের শাস্তি দাবি
তবে বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফকরুল আলমকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
সেই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার আগেই অধ্যাপক ইমতিয়াজ আহমেদকে তার আবেদনে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ থেকে অব্যাহতি দেওয়া হল।