Published : 18 May 2025, 05:22 PM
প্রতিবন্ধীদের ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিতে মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ নীতিমালা অনুসরণের অঙ্গীকার করেছে বাংলালিংক।
কোম্পানিটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশ থেকে তারাই প্রথম এই নীতিমালা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে।
বাংলালিংক বলেছে, জিএসএমএ নীতিমালা তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যার মধ্যে আছে প্রতিষ্ঠানে ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ। প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব সেবা কীভাবে তৈরি করা যাবে, সেই সম্পর্কে সম্যক ধারণা এবং উদ্ভাবনের মাধ্যমে সবার জন্য উপযোগী পণ্য ও পরিষেবা নকশা করা।
বাংলালিংকের সিইও ইওহান বুসে বলেন, “জিএসএমএ’র নীতিমালার প্রতি সমর্থন জানিয়ে এই পথচলার দিকে আরও একধাপ এগিয়ে যাচ্ছি আমরা। ডিজিটাল বিশ্বে অংশগ্রহণ করা থেকে বিরত রাখে- এমন বাধা ভেঙে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য।
“এই প্রতিশ্রুতি কেবল প্রতীকী নয়; বরং এটি একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করার জন্য আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।”