Published : 19 May 2025, 08:58 PM
ফরেইন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর শিরোপা জিতেছে ফুডপ্যান্ডা বাংলাদেশ লিমিটেড।
টুর্নামেন্টের ফাইনালে ডিএইচএল’কে ১-০ গোলে হারিয়ে অনলাইন ফুড ও গ্রোসারি প্ল্যাটফর্মটি চ্যাম্পিয়ন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকার সানভ্যালী আবাসন প্রকল্পের নাটমেগ মাঠে ফাইনাল ম্যাচ হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী ফাইনাল ম্যাচে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। এফআইসিসিআই নির্বাহী বোর্ডের পরিচালক, সদস্য এবং অংশ নেওয়া কোম্পানিগুলোর কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রথমবারের মত আয়োজিত মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্টে ১৬টি বহুজাতিক কোম্পানির ফুটবল দল অংশ নেয়।