Published : 15 May 2025, 09:24 PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় একটি বাস দিয়েছে আইএফআইসি ব্যাংক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলামের কাছে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন চাবি হস্তান্তর করেছেন বলে বৃহস্পতিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়টির টিএসসি কনফারেন্স হলে বাস হস্তান্তর অনুষ্ঠানে মেহমুদ হোসেন বলেন, “আইএফআইসি ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি সামাজিক অঙ্গীকার নিয়ে পথ চলে। বিশ্ববিদ্যালয় জ্ঞান, শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখছে, আর আইএফআইসি ব্যাংক সেই মহৎ যাত্রায় বন্ধুর মত যথাসাধ্য পাশে থাকবে।”
ভবিষ্যতে শিক্ষা ও গবেষণার উন্নয়নে আইএফআইসি ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলাম।
বাস হস্তান্তর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অফ ব্রাঞ্চ বিজনেস রফিকুল ইসলাম, হেড অফ অপারেশনস হেলাল আহমেদ, চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) দিলিপ কুমার মন্ডল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।