Published : 14 May 2025, 05:29 PM
স্কুলগামী শিশুদের জন্য ‘নিডো ৫+’ মিল্ক পাউডার বাজারে এনেছে সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলে বাংলাদেশ।
বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি সোমবার এক অনুষ্ঠানে নিডো ৫+ এর মোড়ক উন্মোচন করেন বলে নেসলে বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
রাষ্ট্রদূত বলেন, “সুইজারল্যান্ড গর্বিত যে নেসলের মত বহুজাতিক কোম্পানির উৎপত্তি সুইজারল্যান্ডে। নেসলে ও অন্যান্য সুইস কোম্পানিগুলো বাংলাদেশে শীর্ষ বিনিয়োগকারী, যারা হাজারো মানুষের কর্মসংস্থান যোগায় এবং সুইজারল্যান্ডের উৎকর্ষ মানের পণ্য ও পরিষেবা বাংলাদেশে প্রদান করে।”
নেসলে বলছে, নিডো ৫+ শিশুদের জ্ঞানের বিকাশ, দৃষ্টি ও শক্তির জন্য গুরুত্বপূর্ণ ২০টি ভিটামিন ও খনিজ দিয়ে তৈরি।