Published : 25 Mar 2025, 10:07 PM
‘গিভিং উইংস টু ড্রিমস ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম’-এর আওতায় রাজধানীর অদুরে গাজীপুরের শিল্প এলাকায় তিন হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরির কথা জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ইউসেপ বাংলাদেশ।
মঙ্গলবার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ উদ্যোগের প্রশিক্ষণে তরুণদের দক্ষতা উন্নয়ন, মধ্য-স্তরের ব্যবস্থাপনা প্রশিক্ষণ এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ দেওয়া হবে। আগামী দুই বছরে এই কর্মসূচির আওতায় তিন হাজার জন তরুণ-তরুণী প্রশিক্ষণ পাবে।
শ্রেণিকক্ষে এবং কর্মস্থলে প্রশিক্ষণের মধ্যে থাকবে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ও মেইনটেন্যান্স, ওয়েল্ডিং, সেলাই মেশিন পরিচালনা, মোটরসাইকেল সার্ভিস, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, স্ক্রিন প্রিন্টিং, পোশাক তৈরি, বিউটি কেয়ার এবং অন্যান্য বিষয়ে দক্ষতা।
প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে থেকে সম্ভাবনাময়দের বাছাই করে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হবে জানিয়ে ব্যাংকটি বলেছে, প্রশিক্ষণে অংশ নেওয়াদের মধ্যে ৫০ শতাংশ নারী, ২-৫ শতাংশ প্রাবস ফেরত অভিবাসী এবং ২ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রাখা হয়।
অংশগ্রহণকারীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে সচেতন করার জন্য একটি কোর্সও থাকবে। যৌন এবং প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে, স্নাতকদের উপযুক্ত কর্মসংস্থানের সহায়তা দেওয়া হবে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে।
স্টান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং প্রধান বিটপী দাশ চৌধুরী বলেন, “বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যত গড়ার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড সর্বদা শিক্ষায় বিনিয়োগ এবং এই দেশের যুবসমাজের উন্নয়নে সহায়তা করার উপর অগ্রাধিকার দিয়েছে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে, আমরা তাদের সমসাময়িক জ্ঞান, সার্টিফায়েড দক্ষতা এবং লাভজনক কর্মসংস্থান খুঁজে পেতে বা উদ্যোক্তা হওয়ার সুযোগ দিয়ে সহায়তা করছি। আমাদের অংশীদার ইউসেপ বাংলাদেশ বাংলাদেশকে ধন্যবাদ জানাই, যুবসমাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের অব্যাহত প্রচেষ্টার সাথে থাকার জন্য। "
ব্যাংকটি জানিয়েছে, ৩০০ ব্যক্তিকে নিয়ে এ ধরনের প্রশিক্ষণ শুরু হয় ২০১৯ সালে। এরপর ২০২০, ২০২১ এবং ২০২২ সালে আরও উদ্যোগ নেওয়া হয়।
এ পর্যন্ত ছয় হাজারের বেশি অংশগ্রহণকারীকে দক্ষতা প্রশিক্ষণের পাশাপাশি মধ্য-স্তরের ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ দিয়েছে ব্যাংকটি।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ফিউচার মেকার্সের অধীনে চালু করা হয় এ উদ্যোগ, যা ব্যাংকটির ফ্ল্যাগশিপ উদ্যোগ। ফিউচারমেকার্সের লক্ষ্য হচ্ছে, বৈষম্য মোকাবেলা করা এবং সুবিধাবঞ্চিত তরুণদের ক্ষমতায়ন করা, তাদের শিখতে, উপার্জন করতে এবং বিকাশে সহায়তা করা।