Published : 13 May 2025, 09:54 PM
মোবাইল ফোনে আর্থিক সেবা দেওয়া— নগদে প্রশাসক ও নতুন বোর্ডের নিয়োগকে আদালত ‘বেআইনি’ ঘোষণা করেছে বলে কোম্পানিটির তরফে বলা হয়েছে।
বুধবার শুনানিতে হাই কোর্ট এ রায় দেয় নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
রায়ের অনুলিপি তুলে ধরে নগদ জানায়, প্রশাসক নিয়োগ ও নতুন বোর্ড বসিয়ে নগদের ওপর সাময়িক নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা আইনসংগত নয়। এর ফলে ডাক বিভাগের আওতাধীন এ প্রতিষ্ঠান এখন থেকে মূল মালিকপক্ষের নিয়ন্ত্রণে এবং বাংলাদেশ ব্যাংকের প্রণীত নীতিমালা অনুযায়ী পরিচালিত হতে পারবে, এ নিয়ে আর কোনো আইনি বাধা থাকল না।
নগদ বলছে, এর আগে গত ১৬ ফেব্রুয়ারি হাই কোর্টও এ বিষয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দেয়। সঙ্গে স্পষ্ট করে দেন যে, প্রশাসক নিয়োগের উদ্যোগ গ্রহণযোগ্য নয়।
রায়ের পর নগদের মালিকপক্ষের প্রধান আইনজীবী মুহাম্মদ জমির উদ্দিন সরকার বলেন, “এ রায় দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রমাণ করেছে যে, জোর করে প্রশাসক বসিয়ে কোনো প্রতিষ্ঠানের মালিকানা দখল করা যায় না। সুপ্রিমকোর্ট একটি সাহসী ও ন্যায়সংগত সিদ্ধান্ত দিয়েছেন, যা সুশাসনের প্রতিফলন।”
এ বিষয়ে নগদের প্রতিষ্ঠাতা ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “গত আট মাস আমি জার্মানিতে একটি রেগটেক প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম, যেটি খুব শিগগির আরেকটি ইউনিকর্ন হতে চলেছে। তাই আমি নগদে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ফিরছি না, এটি আমি বোর্ডকেও জানিয়ে দিয়েছি। তবে নগদ আমার সন্তানের মতো, তাই নতুন বোর্ড বা সিইও যদি কখনো আমার পরামর্শ চান, আমি সবসময় প্রস্তুত থাকব।”