Published : 10 Apr 2025, 11:02 PM
‘আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম রিজার্ভ ক্রেডিট কার্ড’ নামে নতুন কার্ড চালু করেছে সিটি ব্যাংক।
বাংলাদেশে ‘প্রথমবারের মত’ এ ধরনের কার্ড তারা চালু করেছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্ডধারীরা তাদের জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ২০ হাজার টাকা মূল্যের ‘এক্সক্লুসিভ ওয়েলকাম গিফট ভাউচার’ পাবেন এবং দুই বছরের জন্য বিনামূল্যে ‘ট্যাবলেট প্লাস’ এর মেম্বারশিপ উপভোগ করবেন, যা আন্তর্জাতিক বিলাসবহুল বুটিক হোটেল এবং ব্র্যান্ডসমূহে বিশেষ সুবিধা দেবে।
এ কার্ডের আওতায় বিনামূল্যে ‘প্রায়োরিটি পাস মেম্বারশিপ’ পাবেন গ্রাহকরা এবং দুইজন অতিথিসহ বিশ্বের ১ হাজার ৭০০টির বেশি বিমানবন্দর লাউঞ্জে অবারিত প্রবেশাধিকার সুযোগ পাবেন। এ ছাড়া ‘ফাস্টট্র্যাক ভিআইপি মিট অ্যান্ড গ্রিট সার্ভিসে’ ১০ শতাংশ ছাড়ও পাওয়া যাবে।
সিটি ব্যাংক বলছে, এই কার্ডের মাধ্যমে ‘সিক্সট রেন্ট’ এ ‘কার লয়্যালটি প্রোগ্রামে’ বিনামূল্যে সদস্যপদ পাওয়া যাবে। এতে কাউন্টারে অগ্রাধিকার ও ছাড় সুবিধা পাওয়া যাবে। এই কার্ডে প্রত্যেক সদস্যের জন্য থাকছে একজন নির্ধারিত ‘রিলেশনশিপ ম্যানেজার’, যিনি তাদের অ্যাকাউন্ট সংক্রান্ত সহায়তা দেবেন। ‘রিয়েল-টাইম অটো-ডেবিট’ সুবিধাও মিলবে।
“নির্বাচিত মার্চেন্টদের কাছে কার্ড ব্যবহার করে গ্রাহকরা ১০ গুণ পর্যন্ত মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট পাবেন। এই পয়েন্ট ব্যবহার করে বার্ষিক ফি, বকেয়া বিল পরিশোধ, এমনকি আউটলেটে কেনাকাটা করতে পারবেন। বিভিন্ন দেশের রেস্তোরাঁয় ‘কিউরেটেড ডাইনিং’ ও বাংলাদেশের তারকা হোটেলে ‘বাই ওয়ান গেট টু’ বুফে অফারও মিলবে।”
ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, “সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম রিজার্ভ ক্রেডিট কার্ডে আমাদের গ্রাহকদের সর্বোচ্চ অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।”