Published : 03 Jun 2025, 10:01 PM
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা বিনামূল্যে সরাসরি দেখা যাবে টফি অ্যাপে।
মঙ্গলবার বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বিনামূল্যে খেলা দেখার পাশাপাশি প্রিমিয়াম প্যাকে সাবস্ক্রাইব করলে দর্শকরা টফিতে ১০ হাজারেরও বেশি কন্টেন্ট দেখতে পারবেন।
বাংলালিংক বলছে, “টফি সম্প্রতি একটি নতুন ইউজার ইন্টারফেস উন্মোচন করেছে, যা গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করবে। এখন থেকে যেকোনো অবস্থাতেই গ্রাহকরা স্ট্রিমিং করতে পারবেন। ভ্রমণরত অবস্থা কিংবা কাজের বিরতি, অথবা কোথাও যাওয়ার পথে যেকোনো সময় এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতে পারবেন প্রিয় খেলার প্রতিটি মুহূর্ত।”
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, “গ্রাহকদের জন্য টফিতে বিনামূল্যে বহুল প্রতীক্ষিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ উপভোগ করার সুযোগ নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।
“আমরা সম্প্রতি প্রিমিয়াম প্যাক এবং একটি ব্যবহারকারীবান্ধব ইন্টারফেস চালু করেছি। ফলে গ্রাহকরা এখন আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে এই টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন। গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা বিবেচনায় নিয়ে বিশ্বমানের ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে তাদের ভিউয়িং অভিজ্ঞতা উন্নত করাই আমাদের লক্ষ্য।”