Published : 28 Mar 2025, 12:53 AM
ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে তুলতে যমুনা ফিউচার পার্ক নিয়ে এসেছে ‘কোটি টাকার ঈদ উপহার' নামের বিশেষ প্রচারাভিযান।
বৃহস্পতিবার শপিংমল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে, এটি ‘দেশের বৃহত্তম এবং সবচেয়ে আকর্ষণীয়’ শপিং ক্যাম্পেইন, যেখানে গ্রাহকরা কোটি টাকার পুরস্কার জেতার সুযোগ পাবেন।
যমুনা ফিউচার পার্ক প্রতি বছর ঈদ উপলক্ষে বিশেষ এই ক্যাম্পেইন নিয়ে আসে, তবে এবারের আয়োজনটি ‘আগের চেয়ে বড় এবং আকর্ষণীয়’ বলে তাদের ভাষ্য।
দুই হাজার টাকার কেনাকাটা করলেই গ্রাহকরা অংশ নিতে পারবেন কোটি টাকার পুরস্কারের লাকি ড্র-তে। লাকি ড্রতে বিজয়ীরা পেতে পারেন স্মার্ট টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, ব্লেন্ডার এবং আরও অনেক কিছু।
এই ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত। গ্রাহকরা যাতে সহজে উপহার পেতে পারেন, সেজন্য শপিংমলের সেন্টার কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে। পণ্য কেনার ইনভয়েস নিয়ে সেখানে থাকা কিউআর কোড অথবা jamunaeid.com—এ তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকরা উপহার জিতলে বুথ থেকে সংগ্রহ করতে পারছেন। প্রতিদিন এই আয়োজনে যারা অংশ নিয়েছেন, তাদের মাঝে উপহারসামগ্রী তুলে দেওয়া হচ্ছে।
যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস ও অপারেশনস) মোহাম্মদ আলমগীর আলম বলেন, "ঈদ সবসময়ই আনন্দের, আর এই আনন্দকে বহুগুণ বাড়িয়ে তুলতে যমুনা ফিউচার পার্ক আয়োজন করেছে বছরের সবচেয়ে বড় শপিং ক্যাম্পেইন। আমরা চাই, আমাদের সম্মানিত গ্রাহকরা শুধু কেনাকাটাই নয়, বরং ঈদের আনন্দের সঙ্গে শপিং এক্সপেরিয়েন্সকে স্মরণীয় করে রাখুক।”