Published : 13 May 2025, 09:42 PM
অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব এবং অ্যান্ড্রয়েড টিভি ব্যবহারকারীদের জন্য অ্যাপের সম্পূর্ণ নতুন সংস্করণ চালু করেছে দেশের ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি।
নতুন প্ল্যাটফর্মটি কনটেন্ট খোঁজা (ডিসকাভার) ও দেখার অভিজ্ঞতাকে আরও সহজ করবে বলে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন সব ডিভাইস থেকে এ প্লাটফর্ম সহজে নেভিগেট করা এবং কনটেন্টের বিশাল সমাহার দেখা যাবে। তাতে খুব সহজেই পাওয়া যাবে পছন্দের কনটেন্ট। স্মার্ট সার্চ অপশন দিয়ে দর্শকরা নিজেদের শো, সিনেমা ও লাইভ স্ট্রিমিং অপশন খুঁজে পাবেন।
এতে আরও বলা হয়, উন্নত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এটি দ্রুত আপডেট করা যাবে। এতে ব্যবহারকারীরা সবশেষ কন্টেন্ট রিলিজে দ্রুততম সময়ে অ্যাক্সেস পাবেন। ‘পার্সোনালাইজড’ অভিজ্ঞতা দিতে রয়েছে সাবটাইটেল, একাধিক অডিও ট্র্যাক ও কন্টেন্ট সতর্কবার্তা।
ক্রস-প্ল্যাটফর্ম ‘কন্টিনিউ ওয়াচিং’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফোন, টিভি বা ওয়েব ব্রাউজারে যেখানে দেখা বন্ধ করেছিলেন, ঠিক সেখান থেকেই দেখা শুরু করতে পারবেন।
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, “দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতা এবং দর্শকদের পছন্দ প্রাধান্য দিয়ে আমরা টফিকে সম্পূর্ণ নতুন রূপে নিয়ে এসেছি।
“এই রূপান্তরের মাধ্যমে টফি কেবল একটি অ্যাপ হিসেবেই নয়, বরং দর্শকদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় একটি জনপ্রিয় ও কম্প্রিহেনসিভ ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আরও একধাপ এগিয়ে যাচ্ছে।”