Published : 04 Jun 2025, 09:52 PM
আসন্ন ঈদ ঘিরে ‘জমে উঠেছে’ ওয়ালটন ফ্রিজের বিক্রি। দেশব্যাপী ওয়ালটন শোরুমগুলোতে ‘ব্যাপক ক্রেতা সমাগম’ হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালটন।
সেখানে বলা হয়, ঈদের আগে শোরুমগুলোতে ‘ফ্রিজ বিক্রির উৎসব’ চলছে। ‘সেরা দামে সেরা মানের পছন্দের ফ্রিজ’ কিনতে অনেক ক্রেতাই ভিড় করছেন ওয়ালটনের শোরুমে।
ঈদ উপলক্ষে ‘দেশজুড়ে তোলপাড়, ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারো মিলিয়নেয়ার’ স্লোগানে চলছে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-২২। এর আওতায় চলতি বছরের ঈদুল আজহা পর্যন্ত দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ।
এছাড়া আছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার। ইতোমধ্যে এই সিজনে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হয়েছেন ৫ জন ক্রেতা। আরও অনেক ক্রেতা পেয়েছেন লাখ টাকার ক্যাশ ভাউচার।
ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক বলেন, “প্রতিবছরের মত এই ঈদেও ফ্রিজের বাজারে একচেটিয়া আধিপত্য ওয়ালটনের। দেশের সিংহভাগ ক্রেতাই আস্থা রাখছেন দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ওয়ালটন ফ্রিজে অ্যাডভান্সড আইওটি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সমৃদ্ধ বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যবহার।
“পাশাপাশি ওয়ালটন ফ্রিজের গ্রাহকেরা পাচ্ছেন দেশজুড়ে বিস্তৃত সর্ববৃহৎ সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা। এরই প্রেক্ষিতে বরাবরের মত এবারও ঈদ উৎসবে পছন্দের ওয়ালটন ফ্রিজ কিনতে শোরুমগুলোতে ক্রেতা ভিড় বেড়েছে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন আয়ের ক্রেতাদের জন্য ওয়ালটনের রয়েছে বিভিন্ন ডিজাইনের ৩ শতাধিক মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার। এসব ফ্রিজের দাম ১৫ হাজার টাকা থেকে ১ লাখ ৮০ হাজার টাকার মধ্যে। ওয়ালটনের ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি এবং ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবার সুবিধা পাচ্ছেন ক্রেতারা।