Published : 13 May 2025, 07:34 PM
রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ৩০০ লিমিটেড নামে একটি কোম্পানির যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার ৩০০ লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানির অধীনে রয়েছে থানাস, জেস ক্রাফট, তেহারি খান, ব্র্যান্ড কি (অ্যাডভার্টাইজিং এজেন্সি) ও এফএমসিজি ব্র্যান্ড মি ড্রিংকিং ওয়াটার নামে পাঁচটি ব্র্যান্ড।
উদ্বোধন অনুষ্ঠানে ৩০০ লিমিটেডের চেয়ারম্যান এহসান আহমেদ, ভাইস চেয়ারম্যান রেদওয়ানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক শাহিন মাহমুদ ছিলেন।