Published : 07 May 2025, 11:51 PM
বায়ুদূষণ রোধে পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারে জোর দিতে শিল্পগ্রুপ আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত শুরু করেছে সচেতনতামূলক ক্যাম্পেইন।
বুধবার বাড্ডায় প্রাণ সেন্টারে এক অনুষ্ঠানে ‘বিষবায়ু’ নামে ক্যাম্পেইন উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
আরএফএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ক্যাম্পেইনের লক্ষ্য বায়ুদূষণ রোধে জনসচেতনতা বাড়ানো এবং দৈনন্দিন জীবনে সাইকেল ব্যবহারে উদ্বুদ্ধ করা।
আর এন পাল বলেন, “বায়ুদূষণের অন্যতম কারণ হল যানবাহন থেকে নিঃসৃত কালো ধোঁয়া। এই ধোঁয়া শুধু পরিবেশ না, জনগণের জীবনকেও হুমকির সম্মুখীন করেছে। ‘বিষবায়ু’ ক্যাম্পেইনের মাধ্যমে পরিবেশ রক্ষায় সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ।”
আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, দুরন্ত বাইসাইকেলের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।