Published : 19 May 2025, 08:23 PM
আসন্ন ঈদে ‘জিতসেন ভাই’কনটেস্টে গরু-ছাগল জেতার সুযোগ ও ‘সুপার ব্র্যান্ড ডে’র বিশেষ অফার নিয়ে এসেছে দারাজ।
সোমবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দারাজ বাংলাদেশের এবারের ঈদ আয়োজন ‘১৬.৬ বিগ ঈদ সেল’ শুরু হবে ২০ মে, চলবে ৬ জুন পর্যন্ত।
এই ক্যাম্পেইনে ছাড়ের পাশাপাশি থাকছে ব্যতিক্রমী পুরস্কার, আকর্ষণীয় ভাউচার এবং ক্রেতা-ভিত্তিক চমকপ্রদ কনটেস্ট। সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, নির্দিষ্ট অর্ডারে ফ্রি ডেলিভারির পাশাপাশি রয়েছে গরু জেতার সুযোগ।
২০ মে থেকে ২৯ মে পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক সফল অর্ডার যার থাকবে, তিনি পাবেন একটি গরু এবং ক্রমানুসারে বাকি দুইজন পাবেন একটি করে ছাগল।
ক্যাম্পেইনের প্রথম দিন, ২০ মে রাত ১২টা থেকে শুরু হচ্ছে মিডনাইট ভাউচার ড্রপ, যেখানে প্রথম ঘণ্টাতেই মিলবে সীমিত সংখ্যার হাই-ভ্যালু ভাউচার।
একই দিনে চলবে ‘মেগা গিভঅ্যাওয়ে’ কনটেস্ট, যেখানে সর্বোচ্চ সফল অর্ডারের গ্রাহক জিতে নিতে পারবেন একটি এসি।
এছাড়া দারাজের নিজস্ব চয়েস চ্যানেল থেকে যারা ঈদের কেনাকাটা করবেন, তাদের জন্য শর্ত সাপেক্ষে আছে চারটি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং পাঁচটি কিনলে একটি ফ্রি গিফট।
নির্দিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পেমেন্টে থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট।
এই ক্যাম্পেইনের অংশীদার আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বিকাশ, নগদ, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, কমিউনিটি ব্যাংক, লংকাবাংলা, ব্যাংক এশিয়া, ইবিএল, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং ইএমআই পার্টনার হিসেবে এনআরবি ব্যাংক ও ইবিএল জিপ।
এছাড়া ৭৯৯ টাকার বেশি অর্ডার করলেই মিলবে ফ্রি ডেলিভারি সুবিধা। দারাজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ‘জিতসেন ভাই’ কনটেস্ট নিয়ে আরো বিস্তারিত জানা যাবে।
দারাজ জানিয়েছে, ঈদ সেলের জন্য ট্রিক্স রয়েছে প্লাটিনাম পার্টনার হিসেবে। প্যারাস্যুট অ্যাডভান্সড, ইউনিলিভার, হায়ার, লোটো এবং ওরাইমো অংশ নিয়েছে গোল্ড স্পন্সর হিসেবে।
আর গ্রুম লাভিনো, পার্পল কেয়ার, ইউগ্রিন বাংলাদেশ, মাইক্রোল্যাব, কুডি, ওয়েলেসিয়া, হিমালয়া, এসকেবি, নেসলে এবং ডাবর রয়েছে সিলভার ক্যাটাগরিতে।
প্রতিটি ব্র্যান্ড ইলেকট্রনিকস, গ্রোসারি, ফ্যাশন, হেলথ অ্যান্ড বিউটি, হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ক্যাটাগরিতে দিচ্ছে বিশেষ ছাড়।
এছাড়া ২০ মে হায়ার এবং ২৩ মে রেকিট বেনকিজার নিজেদের সেরা অফার নিয়ে থাকছে দারাজে, যা থাকবে কেবল ওই দিনগুলোর জন্য।
সব অফার, ও আপডেট জানা যাবে দারাজ অ্যাপে এবং দারাজ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।