Published : 03 Jun 2025, 04:24 PM
চুয়াডাঙ্গায় নতুন বিক্রয়কেন্দ্র চালু করেছে ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’।
রোববার শহরের বড় বাজার শহীদ আবুল কাশেম সড়কে এ বিক্রয়কেন্দ্র চালু করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন করেন টেস্টি ট্রিটের প্রধান পরিচালন কর্মকর্তা ইব্রাহিম খলিল।
তিনি বলেন, “সুলভমূল্যে ক্রেতাদের কাছে বিভিন্ন উৎসবের কেক ও স্বাস্থ্যসম্মত বেকারি সামগ্রী পৌঁছে দেওয়াই ট্রেস্টি ট্রিটের প্রধান লক্ষ্য। সারাদেশের ভোক্তারা যেন টেস্টি ট্রিট এর সেবা পেতে পারে, সেজন্য সকল জেলাতে টেস্টি ট্রিট এর শোরুম চালু করা হচ্ছে। এরই ধারবাহিকতায় চুয়াডাঙ্গায় শোরুম চালু করা হলো।”
এসময় টেস্টি ট্রিটের অপারেশন ম্যানেজার মানোয়ার হোসেন এবং রিজিওনাল ম্যানেজার হামিদুর রহমানসহ এসময় উপস্থিত ছিলেন।
জন্মদিন ও বিভিন্ন উৎসবের কেক, পেস্ট্রি, কুকিজ, ডেজার্ট, ফাস্টফুড, মিষ্টান্ন ও বেকারি পণ্যের জন্য
টেস্টি ট্রিট জনপ্রিয়। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বর্তমানে টেস্টি ট্রিটের ৪৬৩টি বিক্রয়কেন্দ্র রয়েছে।