Published : 29 Apr 2025, 07:18 PM
ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে মিলবে ফ্রিজার ও ব্যাকপ্যাক।
মঙ্গলবার ঢাকায় ইসলামী ব্যাংক টাওয়ারে মাসব্যাপী ‘স্পেশাল ঈদ রেমিটেন্স ক্যাম্পেইন’ উদ্বোধন করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ক্যাম্পেইনের আওতায় মিলবে পুরস্কার।
ইসলামী ব্যাংক এক বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল ড্রয়ের মাধ্যমে প্রতি সপ্তাহে তিনটি করে মোট ১২টি ফ্রিজার দেওয়া হবে। আর শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেট থেকে ৫০ হাজার রেমিটেন্স সুবিধাভোগীকে ব্যাকপ্যাক দেওয়া হবে।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান এ ক্যাম্পেইন উদ্বোধন করে বলেন, “দেশের আহরিত রেমিটেন্সের এক-চতুর্থাংশ আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ সফলতায় ওয়েস্টার্ন ইউনিয়নও অংশীদার। ২০১২ সাল থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন ইসলামী ব্যাংকের সঙ্গে রেমিটেন্স সংগ্রহে কাজ করে আসছে।”
ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ওভারসিস ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মো. মাকসুদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।