Published : 22 Mar 2025, 05:36 PM
রোজার মাসে আরএফএল ওয়াটার পাম্প ‘স্বস্তির প্রার্থনা’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে।
এর আওতায় সারা দেশের মসজিদ ও মাদ্রাসায় বিনামূল্যে পানির পাম্প মেরামত সেবা দেওয়া হচ্ছে বলে আরএফএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ক্যাম্পেই শুরু হয়েছে গত ২ মার্চ, চলবে ৩০ মার্চ পর্যন্ত।
আরএফএল গ্রুপের হেড অব মার্কেটিং মো. শরিফুল ইসলাম বলেন, “রমজান সংযম ও ইবাদতের মাস। মুসলমানরা যাতে নির্বিঘ্নে ইবাদত করতে পারেন, সে জন্য আমাদের এ উদ্যোগ। আরএফএল গ্রুপ সবসময় মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়। এ কার্যক্রম তারই প্রতিফলন।”
আরএফএলের কাস্টমার কেয়ারের টোল-ফ্রি ০৮০০৭৭৭৭৭৭৭ নম্বরে কল করে অথবা আরএফএল ওয়াটার পাম্পের অফিসিয়াল ফেইসবুক পেইজে বার্তা পাঠিয়ে এ সেবা পাওয়া যাবে।