Published : 02 Jun 2025, 04:30 PM
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের উপশাখায় কর্মীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও গ্রাহকের ‘স্বার্থহানির কোনো আশঙ্কা নেই’ বলে আশ্বস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
সোমবার আইএফআইসি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “শাখাটিতে সব ধরনের ব্যাংকিং সেবা চলছে। গ্রাহকের আমানতও সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বাজিতপুর শাখার অধীন কুলিয়ারচর উপশাখায় কর্মরত কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তারা সুস্থ ও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
“প্রাথমিকভাবে ধারণা করা হয়, জেনারেটর থেকে নির্গত ধোঁয়ায় তারা অসুস্থ হয়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছেন এবং তদন্ত শেষে এ বিষয়ে চূড়ান্ত মতামত আসবে।”
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিভ্রান্তিকর তথ্য প্রচার হয়েছে’ বলেও আইএফআইসির ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।