Published : 03 Jun 2025, 09:12 PM
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ তাদের কার্ড গ্রহাকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে।
জনপ্রিয় বিভিন্ন লাইফস্টাইল ক্যাটাগরিতে কেনাকাটা করে স্ট্যান্ডার্ড চার্টার্ড কার্ড দিয়ে দাম শোধ করলে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, গ্রাহকদের কোরবানির প্রস্তুতিকে আরও ‘সহজ ও নিশ্চিন্ত’ করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বিশ্বস্ত কোরবানির খামারগুলোর সঙ্গে অংশীদারত্ব করেছে। সেখানে ব্যক্তিগত ও শেয়ারড কোরবানি প্যাকেজে থাকছে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড়।
সেই সঙ্গে থাকছে স্বল্পমূল্যের প্রসেসিং ফি, ফ্রি হোম ডেলিভারি ও কোরবানির পর পরিষ্কার-পরিচ্ছন্নতার সুবিধা।
বেশি মূল্যের পণ্য যেমন ইলেকট্রনিকস কেনাকাটাকে আরও সহজলভ্য করতে নির্দিষ্ট পণ্যে থাকছে ০ শতাংশ ইনস্টাবাই সুবিধা। সেই সঙ্গে, ১২ মাসের ইএমাই প্ল্যানে কেনাকাটা করলে পাওয়া যাবে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট।
ঈদের দীর্ঘ ছুটিতে ভ্রমণ পরিকল্পনা করা গ্রাহকরা নির্বাচিত হোটেল ও রিসোর্টে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় এবং দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইটে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
ফ্যাশন রিটেইল শপে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত এবং সেল্ফ-কেয়ার সেলুনে সর্বোচ্চ ২৫% পর্যন্ত ছাড় থাকছে। সেইসঙ্গে ঢাকার বিভিন্ন জনপ্রিয় রেস্টুরেন্টে ডাইন-ইন ও টেকআউটের ওপর থাকছে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য অনলাইন মুভি টিকিট কেনাকাটায় থাকছে ফ্ল্যাট ১০ শতাংশ ছাড় এবং নির্দিষ্ট পার্টনারদের সঙ্গে কেনাকাটায় সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত গ্রোসারির ভাউচার জেতার সুযোগ।
সব অফার জানতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সোশাল মিডিয়া চ্যানেল দেখার অনুরোধ করা হয়েছে।