Published : 31 May 2025, 09:36 PM
কোরবানি ঈদ উপলক্ষে নিজেদের ‘অরেঞ্জ ক্লাব’ সদস্যদের জন্য নানা অফার নিয়ে আসার কথা বলেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি বলেছে, কোরবানি ও অতিথি আপ্যায়নের প্রস্তুতির সময়ে কেনাকাটাকে আরও সাশ্রয়ী করে তুলতে দেশের শীর্ষ ইলেকট্রনিকস ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারত্ব করেছে বাংলালিংক।
সিঙ্গার, ইলেকট্রোমার্ট, বাটারফ্লাই, ওয়ালটন প্লাজা, যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড এবং এম. কে. ইলেকট্রনিকসের মত জনপ্রিয় সব ব্র্যান্ড থেকে ফ্রিজ ও টেলিভিশনের মত প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য কেনায় অরেঞ্জ ক্লাবের মেম্বাররা পাবেন সর্বোচ্চ ১৪ শতাংশ পর্যন্ত ছাড়।
সীমিত সময়ের জন্য দেওয়া অফারগুলো ‘এক্সক্লুসিভ ডিসকাউন্ট’ কোডের মাধ্যমে উপভোগ করা যাবে।
অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য বিভিন্ন অ্যাগ্রো ব্র্যান্ডের সঙ্গেও অংশীদারত্ব করার কথা জানিয়েছে বাংলালিংক।
কোম্পানিটি বলছে, এর ফলে এসব ব্র্যান্ড সেবা গ্রহণে অরেঞ্জ ক্লাব সদস্যরা ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
এর আওতায় ‘প্রয়াস অ্যাগ্রো’ ঢাকাসহ চট্টগ্রাম, নোয়াখালী, বগুড়া ও জামালপুরে দেবে বিনামূল্যে পশু ডেলিভারি, পশুখাদ্য ও পশু কোরবানি সেবা।
আর ঢাকায় যারা ‘শুদ্ধ খামার’ থেকে পশু কিনবেন, তারা পাবেন ফ্রি হোম ডেলিভারি, বিনামূল্যে পশুখাদ্য এবং অন্যান্য সুবিধা।
এছাড়া অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য থাকছে সহজ শর্তে পেমেন্ট সুবিধা, হোম ডেলিভারি এবং অতিরিক্ত বিভিন্ন ঈদ অফার।
বাংলালিংকের ডিরেক্টর অব মার্কেটিং অপারেশনস মেহেদী আল আমীন বলেন, “বাসায় কোরবানির পশু পৌঁছে দেওয়া থেকে শুরু করে গ্রাহকরা যেন বাসাকে নতুন করে তুলতে পারেন, এজন্য আমরা এ চমৎকার উদ্যোগ নিয়েছি।”