Published : 15 May 2025, 06:14 PM
ব্যাংক কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে মোবাইল অপারেটর বাংলালিংক।
গ্রাহকরা যে কোনো বাংলালিংক সেন্টারে গিয়ে দামের ১৫ শতাংশ টাকা জমা দিয়ে স্মার্টফোনের মালিক হতে পারবেন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক বলেছে, দেশব্যাপী ফোরজি সেবার পরিধি বাড়াতে 'পামপে' নামে আরেকটি কোম্পানির সহযোগিতায় এ উদ্যোগ তারা নিয়েছে।
বিটিআরসির মার্চ মাসের হিসাব অনুযায়ী, দেশে মোবাইল সিমের গ্রাহক সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ। এর মধ্যে ১১ কোটি ৬২ লাখ গ্রাহক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন। এখনো সাত কোটি মানুষ ইন্টারনেটের আওতায় আসেননি।
‘স্মার্টফোন প্যানিট্রেশন’ বাড়ানোর জন্য নানা আলোচনা চলছিল। এর মধ্যেই বাংলালিংক এ উদ্যোগের কথা ঘোষণা করল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্মার্টফোন অন ইনস্টলমেন্ট’ (কিস্তিতে স্মার্টফোন) অফারের আওতায় গ্রাহকরা ব্যাংক কার্ড ছাড়াই বাংলালিংক সেন্টার থেকে ফোন কিনতে পারবেন। মোট দামের ১৫ শতাংশ ডাউন পেমেন্ট হিসেবে দিয়ে বাকি টাকা সর্বোচ্চ ৯ মাসের কিস্তিতে পরিশোধ করা যাবে।
গ্রাহকরা সারাদেশে যে কোনো বাংলালিংক সেন্টার থেকে আইটেল, টেকনো এবং ইনফিনিক্স ব্র্যান্ডের পছন্দের স্মার্টফোন কিস্তিতে কিনতে পারবেন। কিস্তিতে স্মার্টফোন কেনার আবেদন করতে হবে পামপে অ্যাপের মাধ্যম। ৩০ মিনিটের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
এই অফারের অধীনে স্মার্টফোন কিনলে গ্রাহকরা তিন মাসের জন্য ১৮ জিবি ইন্টারনেট পাবেন এবং অরেঞ্জ ক্লাব গোল্ড টিয়ারে স্বয়ংক্রিয়ভাবে আপগ্রেড হয়ে যাবেন। এছাড়া, মাইবিএল অ্যাপের মাধ্যমে ১৫০ শতাংশ পর্যন্ত বোনাস উপভোগ করতে পারবেন।
বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন, “বাংলালিংকে আমরা স্মার্টফোন কেনার আর্থিক প্রতিবন্ধকতা দূর করে ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগের মাধ্যমে আমরা ফোরজি স্মার্টফোন সকলের নাগালের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। বিশেষ করে, যাদের ক্রেডিট কার্ড নেই অথবা ব্যাংকিং সুবিধার বাইরে আছে– এমন জনগোষ্ঠির জন্য আমরা আরও সাশ্রয়ী উপায়ে স্মার্টফোন দিচ্ছি। ”
পামপে, জেনেক্স, এবং আইস্মার্টুর সঙ্গে বাংলালিংকের কৌশলগত সহযোগিতার মাধ্যমে এ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।