Published : 08 May 2025, 09:14 PM
মা দিবস ঘিরে ডেজার্ট, ফুল, পারসোনাল কেয়ার আইটেম, চকলেট ও কার্ডসহ বিভিন্ন সামগ্রীতে ছাড়ের ঘোষণা দিয়েছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে মা দিবস।
এ দিবস ঘিরে শুক্রবার থেকে রোববার পর্যন্ত ছাড় চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফুডপ্যান্ডা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট কিছু রেস্তোরাঁয় জনপ্রিয় ডেজার্ট ও বেকারি আইটেমে সর্বোচ্চ ১৫ শতাংশ, প্যান্ডামার্ট ও পার্টনার শপ থেকে ফুল, চকলেট, শুভেচ্ছা কার্ড ও পার্সোনাল কেয়ার প্রোডাক্টসহ উপহার ও গ্রোসারি আইটেমে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
ইবিএল উইমেন ব্যাংকিংয়ের প্ল্যাটিনাম ও সিগনেচার ক্রেডিট কার্ডধারীরা ৬৯৯ টাকা বা তার বেশি টাকার অর্ডারে ফুড পিকআপ ও ডেলিভারিতে ১২০ টাকা ছাড় পাবেন।