শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ
Published : 05 Oct 2024, 04:41 PM
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আলো ছড়িয়ে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে ডাক পেলেন দুই পেস বোলিং অলরাউন্ডার টেরেন্স হিন্ডস ও শামার স্প্রিঙ্গার। আর ১৮ বছর হওয়ার আগেই ওয়ানডে দলে চলে এলেন জুয়েল অ্যান্ড্রু।
সিপিএল শেষ হতেই দুই সপ্তাহের সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কায় যাবে ওয়েস্ট ইন্ডিজ। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে শনিবার দুই সিরিজের আলাদা স্কোয়াড একসঙ্গে ঘোষণা করে তারা।
ব্যক্তিগত কারণ দেখিয়ে টি-টোয়েন্টি দল থেকে সরে দাঁড়িয়েছেন আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার ও আকিল হোসেন। ঘরের মাঠে বিশ্বকাপ শেষে দক্ষিণ আফ্রিকা সিরিজও খেলেননি রাসেল।
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ জাতীয় দলে খেলা এভিন লুইসকে ফেরানো হয়েছে দলে। এই সফরের ওয়ানডে দলেও ডাক পেয়েছেন ২০২১ সালে সবশেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা বাঁহাতি ওপেনার।
গত বিশ্বকাপের মাঝপথে পাওয়া চোটে ছিটকে যাওয়া ব্র্যান্ডন কিং ফিরেছেন দলে। আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার দুই সিরিজ পর ডাক পেয়েছেন টি-টোয়েন্টি দলে। সিপিএলে ১৫৬ স্ট্রাইক রেটে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ ৪৪৫ রান করা জনসন চার্লসের জায়গা হয়নি।
রাসেলের অভাব পূরণে তার ত্রিনবাগো নাইট রাইডার্স সতীর্থ হিন্ডস ও অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের স্প্রিঙ্গারকে নেওয়া হয়েছে দলে। সিপিএলে বেশিরভাগ সময় শেষ দিকে বোলিং করে ৯ ম্যাচে ১২ উইকেট নেন হিন্ডস। আর গতির বৈচিত্রে নজর কাড়েন ২৬ বছর বয়সী স্প্রিঙ্গার।
রভম্যান পাওয়েলই থাকছেন টি-টোয়েন্টি দলের নেতৃত্বে। তার ডেপুটি রোস্টন চেইসকে সামলাতে হবে স্পিন বিভাগের বড় দায়িত্ব। গুডাকেশ মোটি ছাড়া দলে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। চেইসের সঙ্গে স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন ফাবিয়ান অ্যালেন।
ওয়ানডে দলে বড় চমক জুয়েল। শ্রীলঙ্কা সফরে অভিষেক হলে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কনিষ্ঠতম ক্রিকেটার হবেন তিনি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিবিয়ানদের হয়ে ১৭ বছর বয়সে অভিষেক হওয়া ক্রিকেটার মাত্র দুজন।
স্বীকৃত ক্রিকেটে এখন পর্যন্ত ৩টি লিস্ট 'এ' ও সিপিএলে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জুয়েল। এরই মধ্যে তিনি গড়েছেন সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সিপিএল খেলার রেকর্ড।
অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে সিপিএল অভিষেকে আনরিক নরকিয়া, তাব্রেইজ শামসির মতো বোলারদের সামলে মাত্র ৩০ বলে ফিফটি করে স্যার ভিভ রিচার্ডস, ইয়ান বিশপ, শিবনারাইন চন্দরপলের মতো গ্রেটদের নজর কাড়েন জুয়েল।
শেই হোপের নেতৃত্বাধীন ওয়ানডে দলে বিশেষজ্ঞ স্পিনার আছেন দুজন। মোটির সঙ্গে রাখা হয়েছে লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রকে। এছাড়া প্রয়োজনে হাত ঘোরাতে পারেন কেসি কার্টি, আলিক আথানেজরা।
ডাম্বুলায় আগামী ১৩ অক্টোবর হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই মাঠে পরের দুই ম্যাচ ১৫ ও ১৭ তারিখ। এরপর পাল্লেকেলেতে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ২০, ২৩ ও ২৬ অক্টোবর।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেইস (সহ-অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, আলিক আথানেজ, আন্দ্রে ফ্লেচার, টেরেন্স হিন্ডস, শেই হোপ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: শেই হোপ (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, আলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।