নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
Published : 10 Oct 2024, 05:35 PM
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে বাবার মৃত্যু সংবাদ পেলেন ফাতিমা সানা। শেষ বিদায় জানাতে তাই টুর্নামেন্টের মাঝেই দেশে ফিরছেন পাকিস্তান অধিনায়ককে।
আনুষ্ঠানিক বিবৃতিতে বৃহস্পতিবার এই খবর জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শোক প্রকাশ করে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দুবাই থেকে সম্ভাব্য প্রথম ফ্লাইটেই করাচির উদ্দেশে রওনা হবেন সানা।
ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবারের ম্যাচে সানার না থাকা একরকম নিশ্চিত। অধিনায়কের অনুপস্থিতি বড় ধাক্কাই হতে পারে পাকিস্তানের জন্য।
এখন পর্যন্ত দুই ম্যাচে একটি করে জয়-পরাজয় পাওয়া দলটির সামনের দুই ম্যাচের অন্তত একটি জিততেই হবে। আর সেমি-ফাইনালের দৌড়ে কিছুটা নিশ্চিন্ত থাকতে দুই ম্যাচই জিততে হবে তাদের।
মাত্র ২২ বছর বয়সে এবারের বিশ্বকাপের কনিষ্ঠতম অধিনায়ক সানা। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচে দলের সর্বোচ্চ ৩০ রানের পর গুরুত্বপূর্ণ ২ উইকেট নেন পেস বোলিং অলরাউন্ডার।
ভারতের বিপক্ষে ছোট পুঁজির ম্যাচেও আশা জাগান সানা। পরপর জেমিমা রদ্রিগেস ও রিচা ঘোষকে ফিরিয়ে ভারততে চাপে রাখেন পাকিস্তান অধিনায়ক। যার ফলে তেমন বড় জয় পায়নি ভারত। আর নেট রান রেটে তেমন ধাক্কা লাগেনি পাকিস্তানের।