ইংল্যান্ড-জিম্বাবুয়ে সিরিজ
Published : 24 May 2025, 09:01 PM
প্রথম ইনিংসে দলের সেরা বোলার শোয়েব বাশির দ্বিতীয়ভাগে হয়ে উঠলেন আরও ভয়ঙ্কর। তার স্পিনের সামনে মুখ থুবড়ে পড়ল প্রতিপক্ষের ব্যাটিং। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে জিম্বাবুয়েকে উড়িয়ে প্রত্যাশিত বড় জয় তুলে নিল ইংল্যান্ড।
ট্রেন্ট ব্রিজে দুই দলের একমাত্র চার দিনের টেস্টে তৃতীয় দিনেই জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। শনিবার জিম্বাবুয়েকে ইনিংস ও ৪৫ রানে হারিয়েছে বেন স্টোকসের দল।
জ্যাক ক্রলি, বেন ডাকেট ও অলি পোপের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৬৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। পরে জিম্বাবুয়েকে ২৬৫ রানে গুটিয়ে ফলো-অন করায় তারা। দ্বিতীয়ভাগে সফরকারীদের ২৫৫ রানে থামিয়ে বড় জয় তুলে নেয় ইংলিশরা।
ইংল্যান্ডের জয়ের নায়ক ২১ বছর বয়সী বাশির। প্রথম ইনিংসে ৩ উইকেট নেন এই অফ স্পিনার। পরেরবার একাই ধস নামান প্রতিপক্ষের শিবিরে, ৮১ রানে ধরেন ৬ উইকেট। এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরা তিনি ছাড়া আর কে!
১৬ টেস্টের ক্যারিয়ারে এটি বাশিরের ক্যারিয়ার সেরা বোলিং। এই মাঠেই গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১ রানে ৫ উইকেট ছিল তার আগের সেরা।
২ উইকেটে ৩০ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ে তৃতীয় ওভারেই হারাতে পারত উইকেট। কিন্তু বেন কারানের ফিরতি ক্যাচ নিতে পারেননি স্টোকস। ১০ রানে জীবন পেয়ে সাবধানী ব্যাটিংয়ের পথ বেছে নেন টম ও স্যাম কারানের ভাই।
আরেক প্রান্তে দ্রুত রান বাড়াতে থাকেন শন উইলিয়ামস। ৪২ বলে ১০ চারে ফিফটিতে পার রাখেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
বেন কারানের সঙ্গে জমে ওঠে উইলিয়ামসের জুটি। তাদের ব্যাটে একশ পার করে আরও বাড়তে থাকে জিম্বাবুয়ের রান। দারুণ খেলতে থাকা উইলিয়ামসকে এলবিডব্লিউ করে ১২২ রানের জুটি ভাঙে বাশির। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ১৬ চারে ৮২ বলে ৮৮ রান করা জিম্বাবুয়ে ব্যাটসম্যান।
কয়েক ওভার পর থিতু বেন কারানকেও ফিরিয়ে দেন বাশির। ১ চারে ৩৭ রান করে কাভারে সহজ ক্যাচ দিয়ে ফেরেন বেন।
এরপর দলকে কিছুক্ষণ টানেন সিকান্দার রাজা ও ওয়েলসলি মাধেভেরে। দুইজনেই দ্রুত রান তোলায় ছিলেন মনোযোগী। তাদের ৬৫ রানের জুটিতে ফাটল ধরান স্টোকস। স্লিপে মাধেভেরের (৪টি চারে ৩১) চোখধাঁধানো ক্যাচ নেন হ্যারি ব্রুক। মাথায় হাত দিয়ে বিস্ময় প্রকাশ করতে দেখা যায় বোলারকে।
এরপর শেষের উইকেটগুলো টাপাটপ তুলে নিতে থাকেন বাশির। ১০ চারে ৬৮ বলে ৬০ রান করা রাজাও তার শিকার। প্রথম দিন ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া রিচার্ড এনগারাভা ব্যাটিংয়ে নামেননি এদিনও।
ভারত সিরিজের আগে নিজের ঝালিয়ে নেওয়ার ম্যাচটা বেশ ভালোভাবেই শেষ করল ইংলিশরা। হেডিংলিতে আগামী ২০ জুন শুরু পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৫৬৫/৬ ডিক্লে.
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৬৫
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (ফলো-অন) (আগের দিন ৩০/২) ৫৯ ওভারে ২৫৫ (কারান ৩৭, উইলিয়ামস ৮৮, রাজা ৬০, মাধেভেরে ৩১, সিগা ৪, মুজারাবানি ০, নিয়াউচি ১৩*, চিভাঙ্গা ১০, এনগারাভা আহত অনুপস্থিত ; কুক ১৪-৩-৪৭-০, অ্যাটকিনসন ৬-২-১৭-১, টং ১২-০-৬৫-১, বাশির ১৮-১-৮১-৬, স্টোকস ৮-০-৪১-১, রুট ১-১-০-০)
ফল: ইনিংস ও ৪৫ রানে জয়ী ইংল্যান্ড
ম্যান অব দা ম্যাচ: শোয়েব বাশির