ভারতীয় ক্রিকেট
Published : 08 May 2025, 06:32 PM
সাদা পোশাকে রোহিত শার্মার শুরু আর শেষের মাঝে কেটে গেছে প্রায় এক যুগ। তবে সাচিন টেন্ডুলকারের চোখে এখনও ভাসছে সাবেক সতীর্থের হাতে টেস্ট ক্যাপ তুলে দেওয়ার মুহূর্ত। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো রোহিতের সঙ্গে কাটানো আরও কিছু মুহূর্তের কথা মনে পড়ছে ভারত কিংবদন্তির।
ইনস্টাগ্রামে বুধবার টেস্ট ক্যাপের ছবি পোস্ট করে এবং সঙ্গে ছোট একটি বার্তায় রোহিত জানিয়ে দেন, এই সংস্করণে আর খেলবেন না তিনি। শেষ হয়ে যায় তার ১১ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের।
ক্রিকেটের অভিজাত সংস্করণ থেকে এভাবে হঠাৎ রোহিতের বিদায়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। জীবনের সামনের পথচলার জন্য শুভকামনা জানিয়েছেন অনেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ আবেগঘন বার্তা দিয়েছেন সাচিন টেন্ডুলকার। স্মৃতি আওড়ে ফিরে গেছেন ১২ বছর আগে রোহিতের টেস্ট অভিষেকের সেই সময়টায়।
“২০১৩ সালে ইডেন গার্ডেন্সে তোমাকে টেস্ট ক্যাপ দেওয়ার কথা আমার মনে আছে এবং আরেকদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামের বারান্দায় তোমার সঙ্গে দাঁড়িয়ে থাকার কথাও-তোমার পথচলাটা ছিল অসাধারণ।”
“তখন থেকে এখন পর্যন্ত তুমি খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটকে নিজের সেরাটা দিয়েছো। এমন টেস্ট ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন রোহিত এবং সামনে পথচলার জন্য শুভকামনা।”
২০১৩ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রোহিতের, ভারতের ২৮০তম টেস্ট ক্রিকেটার হিসেবে। কলকাতায় সেই ম্যাচে ১৭৭ রান করে দলের ইনিংস ও ৫১ রানের জয়ে ম্যাচ সেরা হন রোহিত।
ওই ম্যাচ ছিল টেন্ডুলকারের ১৯৯তম টেস্ট। রোহিতের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ছিল আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকারের শেষ ম্যাচ। ক্যারিয়ারের ২০০তম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই বিদায়ী ম্যাচে একমাত্র ইনিংস ৭৪ রান করেছিলেন টেন্ডুলকার। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওই টেস্টে ১১১ রান করে অপরাজিত ছিলেন রোহিত। ম্যাচটি ইনিংস ও ১২৬ রানে জিতেছিল ভারত।
মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্যারিয়ার শুরু করা রোহিত ২০১৯ সালে ওপেনার হিসেবে নতুন অধ্যায় শুরু করেন। প্রথমবার ওপেন করতে নেমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দুই ইনিংসেই করেন সেঞ্চুরি। দুই ইনিংস মিলিয়ে ছক্কা মারেন ১৩টি, এক টেস্টে যা সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ড। পরের টেস্টে পেয়ে যান প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ। তার টেস্ট ক্যারিয়ারের সফল অধ্যায়টুকু ইনিংস শুরু করতে নেমেই।
৬৭ টেস্ট খেলে ৪ হাজার ৩০১ রান করেছেন রোহিত। তার ব্যাটিং গড় ৪০.৫৭, স্ট্রাইক রেট ৫৭.০৫। নামের পাশে ১২ সেঞ্চুরির সঙ্গে ফিফটি ১৮টি। তার নেতৃত্বে ২৪ টেস্ট খেলে ১২টিতে জিতেছে ভারত, ৯টিতে হেরেছে, ড্র করেছে ৩টি।