Published : 01 Apr 2025, 08:46 AM
আন্দ্রে রাসেলের বলে দুর্দান্ত পুল শটে বাউন্ডারি। মুম্বাই ইন্ডিয়ান্স আরেকটু এগিয়ে গেল জয়ের দিকে আর সুরিয়াকুমার ইয়াদাভ পেরিয়ে গেলেন ৮ হাজারের সীমানা। এই ম্যাচে যেমন ছোটখাটো তাণ্ডব চালালেন ভারতীয় ব্যাটসম্যান, তেমনি ক্যারিয়ারের ওই মাইলফলকেও তিনি পৌঁছে গেলেন দারুণ দ্রুততায়। তার নাম উঠে গেল রেকর্ড বইয়ে।
আইপিএলে সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাইয়ের ৮ উইকেটের জয়ে সুরিয়াকুমার অপরাজিত থাকেন ৯ বলে ২৭ রান করে। ৩০০ স্ট্রাইক রেটের ইনিংসটির পথেই পূর্ণ করেন তিনি টি-টোয়েন্টিতে ৮ হাজার রান।
বল খেলার দিক থেকে এই সংস্করণে ৮ হাজার ছোঁয়া দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান সুরিয়াকুমার।
মাইলফলক ছুঁতে তিনি বল খেলেছেন ৫ হাজার ২৫৬টি। যার বোলিংয়ে তিনি মুহূর্তটি ধরেছেন, সেই আন্দ্রে রাসেলই এই রেকর্ডে সবার ওপরে। ৮ হাজার ছুঁতে ক্যারিবিয়ান অলরাউন্ডারের লেগেছিল ৪ হাজার ৭৪৯ বল।
ইনিংসের হিসেবে অবশ্য সুরিয়াকুমার বা রাসেল অনেক পেছনে। ২৮৮ ইনিংস খেলে ৮ হাজার হলো সুরিয়াকুমারের। স্রেফ ২১৩ ইনিংসেই ৮ হাজার রান করে বিশ্বরেকর্ড ‘টি-টোয়েন্টির ব্র্যাডম্যান’ ক্রিস গেইলের।
এছাড়া ২১৮ ইনিংস লেগেছে বাবর আজমের। ২৪৩ ইনিংসে ৮ হাজার ছুঁয়ে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ভিরাট কোহলি। এছাড়া ২৪৪ ইনিংস মোহাম্মাদ রিজওয়ানের ও ২৫৪ ইনিংস অ্যারন ফিঞ্চের।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ২৭১ ইনিংসে ৮ হাজার ছুঁয়ে রেকর্ডের আটে আছেন তামিম ইকবাল।