Published : 25 May 2025, 01:03 PM
ফিল্ডার নিজেই ইশারা করে দেখালেন, ছক্কা হয়ে গেছে। কিন্তু মাঠের আম্পায়ার তাকে ঠিক আমলে নিলেন না। সিদ্ধান্ত পাঠালেন তৃতীয় আম্পায়ারের কাছে। তিনি জানালেন, ছক্কা হয়নি! ওই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুললেন প্রীতি জিনতা। পাঞ্জাব কিংসের স্বত্বাধিকারীদের একজন এই বলিউড তারকা কাঠগড়ায় তুললেন তৃতীয় আম্পায়ারকে।
আইপিএলে শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাঞ্জাব কিংসের ইনিংসের পঞ্চদশ ওভারের ঘটনা সেটি। মোহিত শার্মার ওভারের শেষ বলটি উড়িয়ে মারেন পাঞ্জাবের শাশাঙ্ক সিং। লং অফ সীমানার একদম শেষ প্রান্তে একটু লাফিয়ে বল মুঠোয় নেন কারুন নায়ার। তবে এক পায়ে ভর দিয়ে ভারসাম্য হারিয়ে সীমানা ওপারে চলে যান তিনি। একদম শেষ মুহূর্তে বল ছুড়ে দেন মাঠের ভেতরে।
কারুন তখনই মাঠে ঢুকে দুই হাত উঁচিয়ে দেখিয়ে দেন, ছক্কা হয়ে গেছে। তার পা স্পর্শ করেছে সীমানার বিজ্ঞাপনী কুশনে। তবে মাঠের আম্পায়াররা নিশ্চিত হতে টিভি আম্পায়ারের ওপর ছেড়ে দেন সিদ্ধান্তের ভার।
আইসিসির এলিট প্যানেলের শীর্ষ আম্পায়ারদের একজন ক্রিস গ্যাফানি ছিলেন দায়িত্বে। নিউ জিল্যান্ডের এই আম্পায়ার রিপ্লে দেখে সিদ্ধান্ত দেন, ছক্কা হয়নি। দুই ব্যাটসম্যান দৌড়ে নেন এক রান। শেষ পর্যন্ত পাঞ্জাব পায় সেটিই।
তবে পেছন থেকে বা পাশ থেকে সেভাবে রিপ্লে দেখা যায়নি টিভি পর্দায়। কিছুটা সংশয়ের অবকাশ তাই ছিল।
প্রীতির মনে অবশ্য কোনো সংশয়ই নেই। তিনি নিশ্চিত, সেটি ছক্কাই ছিল। সামাজিক মাধ্যম এক্স-এ এক সমর্থকের প্রশ্নের জবাবে ৫০ বছর বয়সী বলিউড তারকা আঙুল তোলেন তৃতীয় আম্পায়ারের দিকে।
“এই ধরনের হাই-প্রোফাইল টুর্নামেন্টে তৃতীয় আম্পায়ারের হাতে যখন এত এত প্রযুক্তি, এই ধরনের ভুল অগ্রহণযোগ্য এবং কোনোভাবেই হওয়া উচিত নয়। ম্যাচের পর আমি এমনকি কারুনের সঙ্গেও কথা বলেছি। সে নিশ্চিত করেছে, এটা অবশ্যই ছয় ছিল! আমার এটুকুই বলার আছে।”
শাশাঙ্ক পরের ওভারেই আউট হয়ে যান মুস্তাফিজুর রহমানের বলে ১১ রান করে। পাঞ্জাব ২০৬ রান তুলেও শেষ পর্যন্ত হেরে যায় ৬ উইকেটে। প্লে-অফ অবশ্য আগেই নিশ্চিত করেছে প্রীতির দল।