বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
Published : 22 May 2025, 09:51 PM
পাকিস্তানের জার্সিতে খুব খারাপ নয় আব্বাস আফ্রিদির টি-টোয়েন্টি পারফরম্যান্স। চলমান পিএসএলেও ছন্দে আছেন এই পেসার। তবুও কিনা তাকে রাখা হলো না বাংলাদেশ সিরিজের দলে! যা একেবারেই মানতে পারছেন না কামরান আকমাল।
পাকিস্তানের সাবেক কিপার-ব্যাটসম্যানের মতে, ২৪ বছর বয়সী আব্বাসের প্রতি অন্যায় করা হয়েছে। তিন ম্যাচের সিরিজটির জন্য সাজানো পুরো দল নিয়েই আপত্তি তার।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২০ টি-টোয়েন্টি খেলেছেন আব্বাস। ওভারপ্রতি ৮.৫৮ রান দিয়ে ৩৩ উইকেট নিয়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে সব মিলিয়ে তার শিকার ১১৬ উইকেট, ম্যাচ খেলেছেন ৮০টি। চার উইকেট নিয়েছেন তিনবার, পাঁচ উইকেট একবার।
চলতি পিএসএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি আব্বাস। করাচি কিংসের হয়ে ১০ ম্যাচে ১৭ শিকার ধরেছেন তিনি। একবার পেয়েছেন ম্যাচে চার উইকেটের স্বাদ। করাচির প্লে-অফে ওঠার পেছনে তার রয়েছে বড় ভূমিকা।
পাকিস্তানের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন আব্বাস। গত মার্চের ওই নিউ জিল্যান্ড সফরে দুই ম্যাচ খেলে পেয়েছিলেন তিন উইকেট।
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসছে সিরিজের দলে আব্বাসকে না দেখে অবাক হয়েছেন কামরান। স্থানীয় একটি সংবাদমাধ্যমে আলোচনার সময় আব্বাসের পাশাপাশি আরও দুইজনের নাম উল্লেখ করেন তিনি।
“সে ২০ টি-টোয়েন্টিতে ৩৩ উইকেট উইকেট নিয়েছে। আমার মনে হয়, এটা (দলে জায়গা না পাওয়া) তার প্রতি অন্যায়। হারিস রউফ, নাসিম শাহকে বিশ্রাম দিয়ে আব্বাস আফ্রিদি, খুররাম শেহজাদ, সুফিয়ান মুকিমকে সুযোগ দেওয়া যেত।”
টি-টোয়েন্টি দলের ভারসাম্য নিয়েও প্রশ্ন তোলেন কামরান। তার মতে, ভবিষ্যতের জন্য দীর্ঘ পরিকল্পনা ছাড়াই দল সাজানো হয়েছে। পাশাপাশি বারবার দলে পরিবর্তন আনার সমালোচনা করেন তিনি।
“এই দলে ৯ জন ব্যাটসম্যান, এর মধ্যে ওপেনার পাঁচজন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা নেই কিংবা নতুন প্রতিভাবান ক্রিকেটারদের গড়ে তোলার জন্য কোনো কৌশল নেই।”
আসছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের। তবে ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাবে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল বাংলাদেশের সফর। শেষ পর্যন্ত দুই দেশের বোর্ডের আলোচনায় সফর চূড়ান্ত হলেও সিরিজ নেমে আসে তিন ম্যাচে।
আগামী বুধবার শুরু হবে মাঠের লড়াই। পরের দুই ম্যাচ ৩০ মে ও ১ জুন। পুরো সিরিজই হবে লাহোরে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।