Published : 08 May 2025, 05:19 PM
টানা দুই ম্যাচে শুরুতেই ফিরলেন জাওয়াদ আবরার। তবে আগের দিনের মতো এবার ধস নামতে দিলেন না আজিজুল হাকিম। দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনি এগিয়ে নিলেন দলকে। কিন্তু অল্পের জন্য সেঞ্চুরি ছুঁতে পারলেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ অধিনায়ক। তার বিদায়ের কিছুক্ষণ পর বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল খেলা।
কলম্বোতে বৃহস্পতিবার প্রকৃতির বাগড়ায় ফল আসেনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার যুব ওয়ানডে সিরিজের ষষ্ঠ ও শেষ ম্যাচে। প্রথম পাঁচ ম্যাচের তিনটি জেতায় ট্রফি নিয়েই দেশে ফিরবে বাংলাদেশের যুবারা।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে শুরুর ধাক্কা সামলে বড় সংগ্রহের পথে ছিল বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ৩৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা করেছিল ১৮৮ রান।
মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি আজিজুল। ফিফটির খুব কাছে ছিলেন রিজান হোসেন।
প্রথম পাঁচ ম্যাচে দুটি ষাটোর্ধ্ব অপরাজিত ইনিংস খেলা আজিজুল এবার করেন ৯৪ রান। ১১১ বলের ইনিংসে ৭ চারের সঙ্গে ২টি ছক্কা মারেন তিনি। সিরিজে ৭০.২৫ গড়ে তার সংগ্রহ ২৮১ রান।
তবে সিরিজের সর্বোচ্চ রান আজিজুলের নয়। প্রথম চার ম্যাচে দুটি সেঞ্চুরি করা জাওয়াদ ৬০.৪০ গড়ে করেন ৩০২ রান। শেষ দুই ম্যাচে হাসেনি তরুণ ওপেনারের ব্যাট।
কোল্টস ক্রিকেট ক্লাব মাঠে বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় ওভারে ড্রেসিং রুমে ফিরে যান জাওয়াদ। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েন কালাম সিদ্দিকি ও আজিজুল।
ভালো শুরু করেও বেশি দূর যেতে পারেননি কালাম। ৫ চারে ৪৫ বলে ৩১ রান করে ফেরেন তিনি। সিরিজের ছয় ম্যাচে তার সংগ্রহ ১৮ গড়ে ১০৮ রান।
এরপর অধিনায়কের সঙ্গে ১০৮ রানের জুটি গড়ে তোলেন রিজান। ৩ চার ও ১ ছক্কায় ৬২ বলে ফিফটি করেন আজিজুল। পরে একই ছন্দে এগিয়ে তিন অঙ্কের কাছাকাছি পৌঁছান বাঁহাতি ব্যাটসম্যান।
জেলন গামাগের ওভারে আজিজুল মারেন চার-ছক্কা। এক ওভার পর আরেকটি চার মেরে যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে একাধিক সেঞ্চুরি করা দ্বিতীয় অধিনায়ক হওয়ার খুব কাছে চলে যান তিনি।
কুগাথাস মাথুলানের বলে ক্যাচ আউটে সমাপ্তি ঘটে সম্ভাবনাময় ইনিংসের। ফলে এনামুল হকের সঙ্গী হওয়া হয়নি তার। ২০১২ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে সাত ম্যাচে নেতৃত্ব দিয়ে দুটি সেঞ্চুরি করেছিলেন এনামুল।
আজিজুলের বিদায়ের পর আর মাত্র ১৭ বল খেলা হয়। পরে টানা বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। ২ চার ও ১ ছক্কায় ৬৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন রিজান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৩৯.১ ওভারে ১৮৮/৩ (জাওয়াদ ০, কালাম ৩১, আজিজুল ৯৪, রিজান ৪৮*, আব্দুল্লাহ ৫*; চামুদিথা ৭-১-৩১-০, নাভোদিয়া ১০-১-৩৬-১, মাথুলান ৭-০-৩১-১, ভিদানাপাথিরানা ৩-০-২২-০, রাভিহানসা ৭.১-০-৩২-১, গামাগে ২-০-১৯-০, হিনাটিগালা ৩-০-১৭-০)
ফল: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত
সিরিজ: ছয় ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৩-২ ব্যবধানে জয়ী