Published : 15 May 2025, 08:33 PM
‘একজন কিংবদন্তিকে সম্মান জানানো’, বিসিসিআইয়ের সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওর ক্যাপশনের শুরুতে লেখা। তাদের এই বিশেষ সম্মান জানানো সুনিল গাভাস্কারকে। মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে একটি বোর্ডরুমের নামকরণ করা হয়েছে দেশটির কিংবদন্তি এই ব্যাটসম্যানের নামে।
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন গাভাস্কার। সেটি মাথায় রেখে ওই বোর্ডরুমের নাম দেওয়া হয়েছে ‘১০০০০ গাভাস্কার।’ বৃহস্পতিবার গাভাস্কার নিজেই ফিতা কেটে উদ্বোধন করেছেন এটি। সেই ভিডিওই সামাজিক মাধ্যমে দিয়েছে বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)।
এ সময় গাভাস্কারের সঙ্গে ছিলেন বিসিসিআই সভাপতি ও সাবেক ক্রিকেটার রজার বিনি, সহ-সভাপতি রাজিব শুক্লা, সচিব দেভাজিত সাইকিয়া।
বিশেষ এই সম্মান পেয়ে আপ্লুত গাভাস্কার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বোর্ডের প্রতি।
“এমসিএ (মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন) আমার মা ও বিসিসিআই আমার বাবা। অনেক ধন্যবাদ। আমি যা হতে পেরেছি, এই সুযোগ দেওয়ার জন্য সত্যিই কৃতজ্ঞ, ভারতীয় ক্রিকেটকে ধন্যবাদ। এটা অনেক বড় সম্মান। এই সম্মান দেওয়ার জন্য বিসিসিআইয়ের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। আর আমি বিসিসিআইয়ের জন্য সবকিছু দিতে প্রস্তুত... যখনই আমার কাছ থেকে যা কিছু প্রয়োজন হবে, এমনকি এই বয়সেও, নির্দ্বিধায় আমাকে বলবেন।”
১২৫ টেস্টে ৫১.১২ গড়ে ১০ হাজার ১২২ রান নিয়ে ক্যারিয়ার শেষ করেন গাভাস্কার। ৩৪টি সেঞ্চুরির পাশে ফিফটি আছে ৪৫টি। অনেক রেকর্ড-কীর্তিতে জড়িয়ে আছে তার নাম। ভারতের হয়ে ১০৮ ওয়ানডেতে তার রান তিন হাজারের একটু বেশি। ঘরোয়া ক্রিকেটে রানের জোয়ার বইয়ে দিয়েছেন তিনি মুম্বাইয়ের হয়ে।
তার সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ড পরে ভেঙে দেন আরেক গ্রেট সাচিন টেন্ডুলকার। বিসিসিআইয়ের সদর দপ্তরে একটি ‘সাচিন টেন্ডুলকার রুম’ও আছে।